কলকাতায় ওমিক্রন আতঙ্ক। করোনা পজিটিভ ব্রিটেন ফেরত তরুণী। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অনশনের পথে বিরোধীরা। টিকাকরণের তথ্যে গলদ। অভিযোগ স্বীকার কেন্দ্রের। কুতুব মিনার চত্বরে পুজো করার আবেদন নাকচ সুপ্রিম কোর্টে। ‘৮৩’ নিয়ে কাঠগড়ায় দীপিকা পাডুকোন।
আরও শুনুন: 9 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- বিপিন রাওয়াতের মৃত্যুর তদন্তে তিন বাহিনীর কমিটি
আরও শুনুন: 8 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- চপার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, শোকস্তব্ধ দেশ
বিস্তারিত খবর:
1. কলকাতায় ছড়াল ওমিক্রন আতঙ্ক। শুক্রবার সকালে ব্রিটেন থেকে কাতার হয়ে দমদম বিমানবন্দরে নেমেছেন এক বছর আঠারোর তরুণী। বিমানবন্দরে তাঁর শারীরিক পরীক্ষা করার পরই রিপোর্ট আসে করোনা পজিটিভ। এরপরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তরুণীকে আগামী ৭ দিন পর্যবেক্ষণে রাখবেন আইডি-র বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কৌশিক চৌধুরীর নেতৃত্বে একটি টিম।
তবে ব্রিটেন ফেরত এই তরুণীর শরীরে ওমিক্রনই বাসা বেঁধেছে কি না, তা জানা সময়সাপেক্ষ ব্যাপার। তাঁর নমুনা RNA পরীক্ষার জন্য প্রথমে ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হবে। সেই রিপোর্ট আবার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য যাবে কল্যাণীর জেএনএম হাসপাতালে। দিন সাতেক পর জিনোম পরীক্ষার রিপোর্ট এলে পর বোঝা যাবে, তরুণী ওমিক্রন আক্রান্ত কি না। ততদিন তাঁকে সম্পূর্ণ আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। যদি জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফলে ওমিক্রন ধরা পড়ে, তাহলে ব্রিটেন ফেরত আলিপুরের বাসিন্দা এই তরুণীই হবেন রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্ত।
2. পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল দেশের প্রথম সেনা-সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার এমআই ১৭ কপ্টার ভেঙে পড়ায় প্রাণ হারান সস্ত্রীক বিপিন রাওয়াত-সহ আরও ১২ জন। শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়্যারে শেষকৃত্য সম্পন্ন হল সস্ত্রীক রাওয়াতের।
তামিলনাড়ু থেকে বৃহস্পতিবার রাতে প্রয়াত সর্বাধিনায়ক ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ পৌঁছয় দিল্লিতে। শুক্রবার সকাল থেকে প্রয়াত বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর মরদেহ শায়িত ছিল তাঁদের বাসভবনে। একে একে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিশিষ্টজনেরা। মা-বাবাকে চোখের জলে বিদায় জানান দুই মেয়ে কৃতিকা এবং তারিনী। মায়ের কোলে চেপে ‘দাদু’ রাওয়াতের মরদেহে ফুল দেয় ছোট্ট নাতিও। তারপর তাঁর বাসভবন থেকে ব্রার স্কোয়্যারের উদ্দেশে বের হয় শোভাযাত্রা। তাঁকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে রাস্তায়। শেষকৃত্য সম্পন্ন করার আগে ১৭টি গান স্যালুটের মধ্য দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাঁকে। সেখানে শামিল ছিলেন ৮০০ সেনা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।