প্রয়াত সেনা সর্বাধিনায়কের মৃত্যুরহস্যের জট খুলতে উচ্চপর্যায়ের তদন্ত। বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃতদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। অবশেষে ইতি কৃষক আন্দোলনে। সাত পাকে বাঁধা পড়লেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ওয়ানডে থেকে বিরাট কোহলিকে সরানো হয়েছে আলোচনা করেই। জানালেন সৌরভ।
হেডলাইন:
আরও শুনুন: 8 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- চপার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, শোকস্তব্ধ দেশ
আরও শুনুন: 7 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- নজর রাখতে হবে BSF-এর উপর, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. চপার দুর্ঘটনায় প্রয়াত দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। মৃত্যু হয়েছে চপারে সওয়ার আরো ১২ জনের। বৃহস্পতিবার মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে বিবৃতি পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচনের প্রতিশ্রুতি দেন তিনি।
এদিন রাজনাথ সিং বলেন, “চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনা হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের।” নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই ঘটনার কারণ খুঁজে বের করতে তিন বাহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পাওয়া গিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। এদিকে, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ নিহতদের সম্মানে আজ সংসদে সমস্ত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখে বিরোধী রাজনৈতিক দলগুলি ।
2. দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না! বুধবার এমআই-১৭ কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জন। আজ তাঁদের মরদেহ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুল্যান্স। বৃহস্পতিবার তামিলনাড়ুর ওয়েলিংটন ডিফেন্স কলেজ থেকে মরদেহ সুলুরে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। একাধিক অ্যাম্বুল্যান্সে দেহগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। জানা গিয়েছে, একটি অ্যাম্বুল্যান্স ও একটি পাইলট পুলিশ ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন পুলিশ কর্মী। তাঁদের স্থানীয় মেট্টুপালায়ম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর অন্য অ্যাম্বুল্যান্সে সরিয়ে নেওয়া হয় দেহ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সেনা হাসপাতাল থেকে ওয়েলিংটন সেনা ক্যাম্পে আনা হয় জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মরদেহ। সেখান থেকে দুপুর ১২টা নাগাদ নিয়ে যাওয়া হয় সুলুরের বায়ুসেনা ঘাঁটিতে। সেনাবাহিনীর বিশেষ বিমানে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। শুক্রবার সকালে দিল্লিতেই হবে শেষকৃত্য।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।