কথামৃত

শ্রাবণ মাসে নিরামিষ খাওয়ার ধুম, আদৌ সাত্ত্বিক আহার হচ্ছে তো?

শাস্ত্রমতে সাত্ত্বিক আহার কোনটি? শুনে নিন।

শুধু মহাদেব নয়, বাণলিঙ্গে যে কোনও দেবতার পুজো সম্ভব, কী বিশেষত্ব এর?

শিবলিঙ্গের ধরণ কয় প্রকার? শুনে নিন।

চার মাস বিশ্রাম নেবেন নারায়ণ, শাস্ত্রে কী ব্যাখ্যা এই যোগনিদ্রার?

বিষ্ণুর চার প্রহর বিশ্রামে মর্তে চার মাস কাটে। শুনে নিন।

উলটোরথে ফিরে এসেও মন্দির ঢোকার অনুমতি নেই, কেন তিনদিন রথেই কাটান জগন্নাথ?

কোন আচার পালন হয় ওই তিনদিন? শুনে নিন।

কোটি টাকা খরচ করে প্রতিবছর তৈরি হয়, যাত্রা মিটলে কী হয় পুরীর তিন রথের?

প্রতিবছর কীভাবে তৈরি হয় নতুন রথ? শুনে নিন।

মাসি নন পৌর্ণমাসী! কেন তাঁর কাছেই রথে চেপে যান জগন্নাথ?

গুন্ডিচা আসলে কার মন্দির? শুনে নিন।

রথের সঙ্গে যোগ রয়েছে স্বর্গদ্বারেরও, নেপথ্যে কী কাহিনি জানেন?

শুনে নিন সে কাহিনি।