চন্দ্রযান ৩ চাঁদের ঠিক যে অংশে নেমেছে, সেই ল্যান্ডিং পয়েন্টের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন এর নাম ‘শিবশক্তি’ রাখলেন তিনি, নামকরণের পর তারই ব্যাখ্যা দিলেন তিনি। ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী? আসুন, শুনে নেওয়া যাক।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) ল্যান্ডার বিক্রম। এবার সেই ল্যান্ডিং পয়েন্টটিরই নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) ল্যান্ডিং পয়েন্টই নয়, চন্দ্রযান ২-এর (Chandrayaan 2) ল্যান্ডার যেখানে আছড়ে পড়েছিল সেই জায়গাটিরও নাম রেখেছেন তিনি। আর সেই নামকরণের তাৎপর্য কী, অর্থাৎ কেন এই নাম দুটি বেছে নিয়েছেন তিনি, নিজেই তার ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও শুনুন: মল-মূত্র হোক কি ঋতুরক্ত, চাঁদে বর্জ্য ত্যাগের উপায় কী? সমাধান খুঁজেছে নাসা-ও
চাঁদে বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের নাম ‘শিবশক্তি’ (Shiv Shakti Chandrayaan 3 Moon Landing Spot) রেখেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “শিব নামের মধ্যে মানবসভ্যতার কল্যাণের সংকল্প রয়েছে। আর শক্তির মাধ্যমে ওই সংকল্প পূরণ করার সাহস তৈরি হবে আমাদের মধ্যে। আমাদের বিজ্ঞানের ব্যবহার মানবসভ্যতার কল্যাণের জন্যই করতে হবে। এ কথা বারবার আমাদের মনে করাবে চাঁদের এই শিবশক্তি পয়েন্ট। বিজ্ঞানের উন্নতিই হোক বা যে কোনও কর্তব্য, সব ক্ষেত্রেই এই শক্তির প্রয়োজন রয়েছে।” এই শক্তির প্রসঙ্গে নারীশক্তির কথাও তুলে আনেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের নারীশক্তিও এই অভিযানে বিশাল ভূমিকা নিয়েছে। চাঁদের এই শিবশক্তি পয়েন্ট ভারতের সেই নারীশক্তির প্রতীক হয়ে থাকবে। তা ছাড়া এই নামকরণের মধ্যে দিয়ে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত যুক্ত থাকার অনুভূতি প্রকাশ পাচ্ছে বলেও মত প্রধানমন্ত্রীর। তবে শুধু চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) ল্যান্ডিং পয়েন্টের নামকরণ করেই থেমে যাননি তিনি। চার বছর আগে যখন চন্দ্রযান-২ চাঁদের কাছে পৌঁছেছিল, যেখানে তার ছাপ পড়েছিল, সেই স্থানটিরও নাম দিয়েছেন তিনি। কারণ সেই ব্যর্থতার উপর ভর করেই এবার এত বড় সাফল্য পেয়েছে দেশ। তাই প্রধানমন্ত্রী বলেন, “এখন হর ঘর তিরঙ্গা, হর মন তিরঙ্গা, আর চাঁদেও তিরঙ্গা। তাই চন্দ্রযান-২ যতদূর পৌঁছেছিল, সেই অংশের নাম হবে তিরঙ্গা।” তাঁর কথায়, “শিবশক্তি পয়েন্ট আমাদের অনুপ্রেরণা দেবে। আর তিরঙ্গা পয়েন্ট দেবে শিক্ষা।”
আরও শুনুন: Chandrayaan 3: চাঁদে অভিযানের আগে টানা কাজ, কী খান? জবাব দিয়েছিলেন ISRO-র বিজ্ঞানীরা
এর আগে চন্দ্রযান ২-এর অভিযানের শেষ মুহূর্তে ইসরো-র বিজ্ঞানীদের পাশে হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) এই আকাশছোঁয়া সাফল্যের দিনটিতে দেশে ছিলেন না তিনি। তবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারচুয়ালি এই সময়ের সাক্ষী থাকেন তিনি। আর এবার দেশে ফিরেই ইসরোর দপ্তরে পৌঁছে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই এই দুই পয়েন্টের নামকরণ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।