ফোন ধরে আর বলা যাবে না ‘হ্যালো’। বলতে হবে ‘বন্দেমাতরম’। এমনই নিয়ম করতে চলেছে মহারাষ্ট্র সরকার। স্বাধীনতার ৭৫ বছরের বর্ষপূর্তিতে এই অভিনব উদ্যোগ বেশ অবাক করেছে নেটিজেনদের। নেপথ্যে শুধুই কি দেশভক্তি? নাকি রয়েছে অন্য কিছু? আসুন শুনে নেওয়া যাক।
স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে এক হয়েছেন সারা দেশের মানুষ। নিজেদের মতো করে তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন দেশনায়কদের। কোথাও দেশাত্মবোধক অনুষ্ঠান তো কোথাও পালিত হচ্ছে সামাজিক বিভিন্ন কর্মসূচি। স্বাধীনতা দিবসে তেরঙায় সেজে উঠেছে আসমুদ্রহিমাচল ভারতবর্ষ। জাতি-ধর্ম-হিংসা বিভেদ ভুলে দেশবাসী গেয়েছেন স্বাধীনতার জয়গান। এবার সেই দেশভক্তির প্রকাশেই নতুন সংযোজন করতে চলেছে মহারাষ্ট্র। সে-রাজ্যের নবনিযুক্ত সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গটিবরের দাবি, ফোনে ‘হ্যালো’-র বদলে ‘বন্দেমাতরম’ বলার। অর্থাৎ ফোন এলে প্রথমেই বলতে হবে হবে ‘বন্দেমাতরম’। তারপর এগোবে যাবতীয় কথাবার্তা। সাধারণ ভাবে সারা বিশ্বের মানুষ ফোন ধরার পর ‘হ্যালো’ শব্দটিই উচ্চারণ। তবে মহারাষ্ট্রের এই মন্ত্রী সেই শব্দটিই বদলে ফেলার আহ্বান জানিয়েছেন। প্রাথমিক ভাবে রাজ্যের সরকারি কর্মীদের জন্য চালু করা হবে এই নিয়ম। খুব শীঘ্রই সরকারি ভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও শুনুন: কাঠগড়ায় দাঁড়িয়ে প্রেমের প্রস্তাব, বিপ্লবী প্রেমিকের জন্য দশ বছর অপেক্ষা করেছিলেন এই অগ্নিকন্যা
দীর্ঘকাল ব্রিটিশ শাসনে কাটিয়েছে আমাদের দেশ। সেই প্রসঙ্গ টেনেই মন্ত্রী বলেছেন স্বাধীনতা সংগ্রামীদের কাছে ‘বন্দেমাতরম’ ছিল জাতীয় মন্ত্র। পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়িয়েও আকুতোভয় কন্ঠে এই মন্ত্র উচ্চারণ করতেন তাঁরা। তাই ইংরেজি ভাষায় ‘হ্যালো’ বলা ছাড়তে হবে। বদলে বলতে হবে ‘বন্দেমাতরম’। দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছর বিপলবীদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাতেই নেওয়া হচ্ছে এমন অভিনব উদ্যোগ। সরকারের সমস্ত বেতনভুক্ত কর্মচারী ফোনে কথা বলা শুরু করবেন ‘বন্দেমাতরম’ বলেই। তাঁর ঘোষণা আগামী বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম মেনে চলবে সবাই।
আরও শুনুন: অভিনব ঘটনা, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহাকাশ থেকে ভেসে এল শুভেচ্ছাবার্তা
একইসঙ্গে তিনি এই উদ্যোগে শামিল হওয়ার ডাক দিয়েছেন সে-রাজ্যের যুব সম্প্রদায়কেও। একটি মোবাইল অ্যাপ বানিয়ে প্রায় ১ কোটি যুবক যুবতীকে এই উদ্যোগে যুক্ত করতে চান তিনি। ঠিক যেভাবে জাতীয় মন্ত্রে উদ্বুদ্ধ হতেন হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী, সেভাবেই বর্তমান প্রজন্মও ‘বন্দেমাতরম’ উচ্চারণে দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে, এমনটাই মনে করছেন ওই মন্ত্রী।