নিজের বাড়িতে আক্রান্ত সইফ আলি খান। আতিতায়ীর ছুরির আঘাতে বিদ্ধ অভিনেতা। চলছে চিকিৎসা, হয়েছে গুরতর অস্ত্রোপচারও। এই আবহে হিন্দু মহাসভার প্রসঙ্গ টেনে বিতর্কিত প্রশ্ন করলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী। ঠিক কী দাবি তাঁর? আসুন শুনে নেওয়া যাক।
বলিউডে আতঙ্কের আবহ! নিজের বাড়িতে আক্রান্ত অভিনেতা সইফ আলি খান। ৬ বার ছুরির কোপ বসানো হয়েছে তাঁর শরীরে। বর্তমানে চিকিৎসাধীন। গুরুতর অস্ত্রোপচার হয়েছে। তবে আপাতত তিনি বিপদমুক্ত। এদিকে অভিনেতার উপর এই হামলা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কেন হামলা, নেপথ্যে কে, উঠছে এইসব প্রশ্ন! তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রীর দাবি।
ঠিক কী বলেছেন?
এই ঘটনার নেপথ্যে হিন্দু মহাসভার উত্থানকে দায়ী করছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তাঁর দাবি, ভারতে মুসলিম অভিনেতারা হামলার শিকার হচ্ছেন স্রেফ হিন্দু মহাসভার কারণেই। অবশ্য এই ইঙ্গিত শুধুমাত্র সইফের ঘটনার প্রসঙ্গ ধরে নয়। বরং এর আগেও যেসব মুসলিম অভিনেতারা আক্রান্ত হয়েছেন তাদের কথা বলতে চেয়েছেন ফাওয়াদ। নিজের পোস্টে পাকিস্তানের হস্তক্ষেপের কথাও উল্লেখ করেছেন ফাওয়াদ। বলেছেন, ভারতের মুসলিম অভিনেতাদের জন্য পাকিস্তান সরকার কিছু করুক। মাস খানেক আগেই খুন হয়েছেন বাবা সিদ্দিকি, খুনের হুমকি পেয়েছেন সমলন খান, এবার আক্রান্ত হলেন সইফ। এইসব ঘটনাই এক সুতোয় বাঁধতে চেয়েছেন পাকিস্তানের ওই প্রাক্তন মন্ত্রী। এই নিয়ে সোশাল মিডিয়ায় বিস্তর হইচই শুরু হয়েছে। কেউ কেউ এর প্রসঙ্গ ধরে হিন্দুত্ববাদীদের পুরনো মন্তব্য সামনে এনেছেন। বিশেষ করে, যেসব হিন্দুত্ববাদী সংগঠন মুসলিম অভিনেতাদের ভারতে কাজ করায় আপত্তি জানিয়েছিল, তাদের কথাই চর্চায় ফিরেছে। সবমিলিয়ে অভিনেতার আক্রান্ত হওয়ার ঘটনায় একইসঙ্গে মাথা চাড়া দিয়েছে উদ্বেগ এবং বিতর্ক।
বিরোধীরাও মন্তব্য করতে ছাড়েননি। একের পর এক অভিনেতার উপর আক্রমণের ঘটনায়, প্রশ্ন উঠছে বান্দ্রার ওই অঞ্চলের নিরাপত্তা নিয়েও। সইফের মতো অভিনেতাদের উপর যদি এইভাবে হামলা হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে, কেউ কেউ প্রশ্ন তুলেছেন এমনটাও। তবে প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে জোর কদমে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন কয়েকজন দুস্কৃতি। ঘটনায় ভিতরের কেউ জড়িত কি না সেই খোঁজও চলছে। চিকিৎসাতেও এতটুকু খামতি নেই। জানা গিয়েছে, জানা গিয়েছে, দুবার অস্ত্রোপচার করা হয়েছে সইফ আলি খানের। সইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গিয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে আপাতত নবাব বিপন্মুক্ত। এই আবহে সোশাল মিডিয়ায় পাকিস্তানের ওই প্রাক্তন মন্ত্রীর বিস্ফোরক দাবিতে বেজায় শোরগোল শুরু হয়েছে।