পারথ টেস্টে বিরাট-যশস্বীর দাপট, ৫২২ রানে এগিয়ে ভারত। আইপিএল নিলামে ২৭ কোটিতে পন্থকে কিনল লখনউ, পাঞ্জাবে গেলেন শ্রেয়স। বিরাট মূল্যে কেকেআরেই ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার। ৬ বিধায়কের শপথবাক্য পাঠ, রাজ্যপালকে বিধানসভায় ডাক। বোসের উত্তরের অপেক্ষায় রাজ্য। মঙ্গলবার শপথ হেমন্তের, আমন্ত্রিত রাহুল-মমতা-কেজরিওয়াল।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়ালের দুরন্ত ইনিংসে পারথ টেস্টে ভালো জায়গায় ভারত। তৃতীয় দিনে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলে ফেলেছেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার থেকে ইতিমধ্যেই ৪০৫ রানের লিড পেয়েছে ভারত। সবমিলিয়ে, অপ্টাস স্টেডিয়াম থেকে টেস্ট জয়ের হাতছানি জশপ্রীত বুমরাহদের সামনে।
অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হল যশস্বীর। ১৬১ রানে ইনিংস শেষ করলেন ভারতীয় ওপেনার। খুব কম সময়ের মধ্যে আউট হয়ে যান ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল। কিন্তু অজি দাপট ফের ফিকে হয়ে যায় বিরাট কোহলির সামনে। এদিন টেস্ট কেরিয়ারের ৩০তম সেঞ্চুরি হাঁকালেন কোহলি। বিরাটের শতরান হতেই ইনিংস ডিক্লেয়ার করেন বুমরাহ। ৪৮৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৫২৪ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারেই বুমরাহ ফেরান নাথান ম্যাকসুইনিকে, প্যাট কামিন্সের উইকেট নেন মহম্মদ সিরাজ। দিনের শেষ বলে আউট হন মার্নাস লাবুশেন। তিন উইকেট খুইয়ে সাকুল্যে ১২ রান উঠেছে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। জেতার জন্য ৫২২ রান চাই তাদের। অন্যদিকে আর সাত উইকেট তুললেই পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাবে ভারত।
২। আইপিএল নিলামে রেকর্ড ভাঙার খেলা। শুরুতেই ১৮ কোটি টাকা অর্শদীপকে তুলে নিল পুরনো টিম পাঞ্জাব কিংস। রেকর্ড দর পেলেন গতবারের জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে গেলেন তিনি। সবাইকে ছাপিয়ে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।গতবারের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। এবার ১১.৭৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন স্টার্ক। মহম্মদ সিরাজকে ১২.২৫ কোটি টাকায় তুলে নিল গুজরাট টাইটান্স। আসরে নেমেই ডি’কককে তুলল কেকেআর। একইসঙ্গে বিরাট মূল্যে কেকেআরে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৩.৭৫ কোটি টাকায় কলকাতায় ফিরলেন ভেঙ্কি। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জন্য দর ওঠে ৯.৭৫ কোটি টাকা। শেষ পর্যন্ত তাঁকে তুলে নেয় চেন্নাই সুপার কিংস।
এদিকে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচীন রবীন্দ্রকেও ৪ কোটি টাকায় ফিরিয়ে নিল চেন্নাই। ১১ কোটি টাকায় পাঞ্জাবে গেলেন মার্কাস স্টোয়নিস। সেই সঙ্গে ৪.২০ কোটিতে গ্লেন ম্যাক্সওয়েলকে তুলে নিল প্রীতি জিন্টার দল। দীর্ঘ দর কষাকষির পর বিরাটের দলে গেলেন সল্ট। আনসোল্ড থাকলেন জনি বেয়ারস্টো। শেষ পাওয়া খবর অনুযায়ী নিলাম চলছে, ভাগ্যপরীক্ষা বাকি আরও অনেক তারকা ক্রিকেটারের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।