বকেয়া আদায় অভিযানের আগামী কর্মসূচি ঠিক করতে সৌগত রায়ের বাড়িতে মেগা বৈঠক। তৃণমূলের সঙ্গে দেখা করতে রাজি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ১০০ দিনের বকেয়ার সঙ্গে জুড়ল ‘আবাস যোজনা’-র বঞ্চনা। দিল্লিতে পালটা আন্দোলন রাজ্যের ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীদের। তৃণমূলের ‘দিল্লি চলো’ পালটা জবাব বঙ্গ বিজেপির। ২ অক্টোবর ধর্মতলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত। নতুন করে ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের। এশিয়ান গেমস ভারতের সোনালি সফর অব্যাহত।
হেডলাইন:
আরও শুনুন: 29 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- যোগ দেবেন দিল্লির অভিযানেই, তলব এড়িয়ে ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের
বিস্তারিত খবর:
1. কেন্দ্রের বকেয়া আদায়ের জন্য মরিয়া বাংলার শাসকদল। দিল্লিতে সেই লড়াইয়ের ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করতেই রবিবার সাংসদ সৌগত রায়ের বাড়িতে বসল ‘বেঙ্গল অ্যাসেম্বলি’। মনে করা হচ্ছে, দিল্লির এই মেগা বৈঠকে আগামী কর্মসূচির ব্লু প্রিন্ট ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই বৈঠকে থাকছেন তৃণমূলের সমস্ত সাংসদ, বিধায়ক এবং জেলা পরিষদের নেতারা। ১৫ হাজার কোটি টাকার বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের দুদিন ব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে কাল থেকে। আসলে রাজ্য়ের আন্দোলনকে রাজধানীর বুকে তুলে নিয়ে গিয়ে কেন্দ্রকে কার্যত কোণঠাসা করতে চাইছে তৃণমূল। এর পালটা জবাবে বিজেপিও যে রাজনৈতিকভাবে প্রত্যাঘাত করবে তা সহজেই অনুমেয়। সেক্ষেত্রে ঘাসফুল শিবিরের রণকৌশল ঠিক করতেই আলোচনা হবে ওই বৈঠকে। আগে থেকেই ঠিক ছিল, ৩ তারিখ কৃষিভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা। কিন্তু মন্ত্রী ওইদিন থাকবেন না বলে জানিয়েছেন। তবে এবার জানা যাচ্ছে, তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে ওইদিন দেখা করতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন।
ইতিমধ্যে বাংলা থেকে ৫০টি বাসে দিল্লির পথে রওনা হয়ে গিয়েছেন। যার মধ্যে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। সেটি ফিরে এসেছে। তবে এরপর থেকে সাবধানে বাস চালানোর পরামর্শ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বাসে থাকা যাত্রীদেরও খোঁজ নিচ্ছেন তাঁরা নিয়মিত। এছাড়া অনেকেই ট্রেনে, বিমানে যাচ্ছেন। তাঁদের মধ্যে অনেকে দিল্লি পৌঁছেও গিয়েছেন। সেক্ষেত্রে তাঁরা কোথায় থাকবেন, কী খাবেন, সেদিকেও কড়া নজর রয়েছে দলীয় নেতৃত্বের।
2. ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার সঙ্গে এবার জুড়ল ‘আবাস যোজনা’ প্রকল্পের বঞ্চনাও। সম্প্রতি অসময়ের বর্ষণে মাটির বাড়ির দেওয়াল ধসে বাঁকুড়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতের পরিবার ‘আবাস যোজনা’-য় বাড়ি না পেয়ে বাধ্য হয়েই ওই মাটির বাড়িতে দিন কাটাচ্ছিলেন। তাই এই ঘটনার দায় কেন্দ্রের ঘাড়ে চাপাতে চাইছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কেন পাচ্ছেন না, তা নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই এবার এই বিষয়টিও দিল্লির দরবারে নিয়ে যাচ্ছে তৃণমূল। বাঁকুড়ার সন্তানহারা ওই তিন বাবার পাশে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের বিমানেই এই তিনজনকে নিয়ে দিল্লি রওনা হচ্ছেন। অভিষেকের জানিয়েছেন, কেন্দ্রের আবাস যোজনায় ঘর না পেয়ে ওঁরা সন্তানদের হারিয়েছেন। তবু কলকাতায় এসে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। গ্রামের গরিব মানুষের প্রতি এই বঞ্চনায় তাঁরাও শামিল হবেন বলেই জানিয়েছেন। এদিকে, দিল্লি যাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরাও। জানা গিয়েছে, নিয়োগের দাবিতে আগামী দুদিন সেখানে আন্দোলন করবেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে দেখা করার চেষ্টাও করবেন বঞ্চিতরা। বাংলাকে বঞ্চনার প্রতিবাদে আগামী ২ দিন দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। সেই একই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।