কোনও গ্রামে বাড়ি থেকে দোকান- দরজা আঁটার বালাই নেই, তো কোনও গ্রামের ঘরে ঘরে পোষা হয় বিষাক্ত সাপ! আমাদের দেশের ভিতর কোথায় আছে এমন সব আজব গ্রাম?
আস্ত একটা গ্রামে কোনও ঘরেই নেই দরজা। একেবারে যাকে বলে, হাট করে খোলা। দোকানপাটও বন্ধ করে রাখার ব্যাপার নেই। কাজকর্ম হয়ে গেলে জিনিসপত্র গুছিয়ে রাখলেই চলে। তালা চাবি দরজা গ্রিল এসবের বালাই নেই। এখানে না আছে চুরির ভয়, না অন্য কোনও চিন্তা। দূরে কোথাও নয়, আমাদের দেশেই আছে এমন এক আজব গ্রাম। মহারাষ্ট্রের এই গ্রামের নাম শনি শিগনাপুর। কিন্তু কোন মন্ত্রবলে এই গ্রামের মানুষ এত নিশ্চিন্ত জানেন? গ্রামের নামের মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য। এই গ্রামের রক্ষাকর্তা যে স্বয়ং শনিদেব। এখানকার জিনিস যে ওখানে যাবে এমনটা করবে সাধ্য কার! শনির দৃষ্টিপাতের ভয় নেই! তাই দরজা না এঁটেও এখানে দিব্যি আছেন গ্রামবাসীরা।
গল্পটা আজও গ্রামবাসীদের মুখে মুখে ফেরে। সে প্রায় তিনশ বছর আগের কথা। প্রবল বৃষ্টির এক রাতে, গ্রামের কাছে নদীর পাড়ে মেলে একটি মিশকালো জগদ্দল পাথর। একটি কাঠি দিয়ে সেই পাথর পরীক্ষা করে দেখার সময়ই ঘটল আশ্চর্য ঘটনা। কাঠির খোঁচা লেগে পাথর থেকে গলগল করে বেরোতে থাকে রক্ত। সে রাতে গ্রামের শরপঞ্চ শনিদেবের স্বপ্নাদেশ পান। তিনি জানান, এই পাথর নিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেইসঙ্গে শর্ত দেন, বিগ্রহকে রাখতে হবে অর্গলহীন। খোলা আকাশের নীচে থাকবেন তিনি। তিনিই সমস্ত বিপদ-আপদ থেকে গ্রামবাসীদের রক্ষা করবেন।
সেই ট্র্যাডিশন সমানে চলছে। আজ কেউ কেউ স্রেফ চৌকাঠ লাগিয়েছেন। গ্রামের সাধারণ শৌচালয়ে আব্রুর জন্য রয়েছে পর্দা। ২০১১ সালে এখানে কমার্শিয়াল ব্যাংকের যে শাখা খোলা হয়, সেই শাখাতেও কোনও তালা নেই। কারণ প্রত্যেকেরই অগাধ বিশ্বাস শনিদেবের প্রতি। তাঁদের বিশ্বাস, এই গ্রামে কোনও চোর যদি চুরি করে, শনিদেবের অভিশাপে অন্ধত্ব এবং সাড়ে সাত বছরের দুর্ভাগ্য বা ‘সাড়ে-সাতি’ ডেকে আনবে জীবনে।
সারা দেশের অগণিত ভক্তরা নিজেদের সৌভাগ্য ফেরাতে, এখানে পূজা দিতে আসেন। প্রতিদিন অন্তত চল্লিশ হাজার মানুষের জন সমাগম হয় এই ছোট্ট গ্রামটিতে।
আরও শুনুন: Mirror: ভাঙা আয়নায় মুখ দেখলে কি সত্যি ঘনিয়ে আসে অমঙ্গল?
এবার আসি আর-এক গ্রামের কথায়, যেখানে গ্রামবাসীদের ঘরে পোষা থাকে বিষাক্ত সাপ। পুনের শোলাপুর জেলার এই গ্রামের নাম শেতপাল। এই গ্রামের প্রতিটি বাড়িই বিষাক্ত সাপেদের নিরাপদ আশ্রয়। গ্রামের প্রায় ২৬০০ বাসিন্দার বাড়িতে পোষ্যের মতোই রয়েছে একাধিক সাপ। … বাকিটা শুনে নিন ক্লিক করে।