তোমাকে জিততেই হবে। পারতেই হবে তোমাকে। বড়রা যতই এমন বুলি আওড়াক, খুদের দল আসলে আনন্দ খোঁজে। তার জন্য জিততেই হবে, এই ধারণা তাদের নেই। তাই হেরে গিয়েও তারা উল্লাসে মেতে ওঠে। একা নয়, সবাই মিলে। আসুন শুনে নেওয়া যাক।
জীবনের যুদ্ধে সবাই দৌড়চ্ছে। রাজনীতির ময়দানে হোক বা চাকরির। একটু অন্যমনস্ক হলেই বিপদ। পিছিয়ে পড়তে হবে অনেকটা। সঙ্গে সঙ্গে টপকে যাবে বাকিরা। রোজকার জীবনে এমন অভিজ্ঞতা বড়দের হয়। তাই ছোটদের সবসময় জীবনযুদ্ধে দৌড় না থামানোর শিক্ষা দেন বড়রা। কিন্তু সব কথা যদি খুদের দল শুনে ফেলত, তাহলে ছোট থাকা মজাটাই বোধহয় মাটি হয়ে যেত।
আরও শুনুন: মিথ্যে হোক, তবু যে সব ছবি অন্য পৃথিবীর স্বপ্ন দেখায়
আসলে কথা না শোনার মধ্যে যে অনাবিল আনন্দ রয়েছে, তা সবাই ঠিক বোঝে না। যেটা করতে সবাই বারণ করবে, সেটা করলেই যেন জীবনের আসল স্বাদ অনুভুত হবে। মোটামুটিভাবে ছোটদের ধ্যান ধারণা এমনই। হতে পারে আজকের কম্পিটিশনের যুগে তারাও বদলাচ্ছে। মাত্র ২-৩ বছর বয়সেই কাঁধে স্কুল ব্যাগ চাপিয়ে স্কুলে ছুটছে। পাশাপাশি আঁকা, গান, গিটার, সাঁতার সবেতেই ফার্স্ট হওয়ার ভুত চাপছে মাথায়। এসবের মাঝেও এমন কিছু ঘটনা সামনে আসে, যা মনে করিয়ে দেয় ছোটদের থেকে ঠিক কতকিছু শেখার রয়েছে বড়দের।
আরও শুনুন: খেলা, বন্ধু নাকি ধর্ম! মানসিক অস্থিরতা থেকে মুক্তি মিলবে কীসে?
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে একদল খুদে স্কুল পড়ুয়ার কাণ্ড। ঘটনাটি মার্কিন মুলুকের তা ভিডিও দেখেই বোঝা যায়। নিছকই সাধারণ এক রেসের ছবি ধরা পড়েছে ভিডিওতে। ট্র্যাকের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে বড়রা। আর মাঝখান দিয়ে ছুটে আসছে খুদের দল। সবার আগে নীল টুপি পরা এক খুদে। সেই অর্থে কোনও স্কিল নেই দৌড়ানোর। মনের আনন্দে সে ছুটছে। হঠাৎ কোনওভাবে হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে যায়। এদিকে ততক্ষণে আরও এক খুদে তার পাশে চলে এসেছে। নীল টুপির যে খুদে মাটিতে পড়েছিল তার জুতোটাও যায় খুলে। এদিকে সেসব পাত্তা না দিয়ে ফিনিসিংলাইনের কাছেকাছি চলে আসে অন্য আরেক খুদে। সবাই ধরেই নিয়েছিল জিতবে সেই। কিন্তু না। শিশু মনে খেয়াল হল, জেতার থেকেও বন্ধুকে সাহায্য করে বেশি দরকার। তাই দৌড় শেষ না করেই সে ফিরে গেল নীল টুপির কাছে। হাত বাড়িয়ে দিল উঠে দাঁড়ানোর জন্য। জুতোটাও এগিয়ে দিল। তারপর খানিক একসঙ্গে মিলে ফিনিসিং লাইনের দিকে এগিয়ে গেল দুজন। এর মধ্যে বাকীরাও তাদের কাছাকাছি চলে এসেছে। কিন্তু কী আশ্চর্য কেউই অন্যকে টপকে গেল না। বরং একসঙ্গে হই হই করে পেরোলো ফিনিসিং লাইন। আদপে খুবই সাধারণ এক ঘটনা। কিন্তু কোথাও গিয়ে এই ঘটনা যেন জীবনের পাঠ শিখিয়ে দিয়ে যায়। জীবনের রেসে দৌড়তে গিয়ে অনেকেই ভুলে যান চারপাশে কী ঘটছে। কে থাকল, কে পিছিয়ে গেল সেসব নিয়ে কোনও মাথাব্যথাই নেই। স্রেফ এগিয়ে যাও। কিন্তু এমনটা করতে গিয়ে কত বন্ধু, কত আনন্দ যে হারিয়ে যায় তার হিসাব রাখা হয় না। ভিডিওতে ওই খুদে হয়তো জিততে পারেনি, কিন্তু সে বুঝিয়ে দিয়েছে কখনও জেতার চাইতেও আনন্দটা অনেক বড় হওয়া উচিত।
Viral: Boy’s selfless act helps friend win Race, melts hearts#ARYNews https://t.co/u6sn1qoz6O
— ARY NEWS (@ARYNEWSOFFICIAL) April 10, 2024