অস্কার। শুধু হলিউডের নয়, বিভিন্ন দেশের সিনেমার একটা আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চ। কিন্তু জানেন কি, কোন ভারতীয় অভিনেতার ঝুলিতে, সবচেয়ে বেশি সংখ্যক অস্কার মনোনীত সিনেমা রয়েছে? তিনি কিন্তু সেই অর্থে কোনও সুপারস্টার নন। কে তিনি? আসুন শুনে নিই।
খ্যাতি, সম্মান বিদেশের মাটি থেকে এলে, তার কদরই আলাদা আমাদের কাছে। সে যতই ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাদের ঝুলিতে থাকুক না কেন! অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে একটা নমিনেশন যেন জীবনের একটা মাইলফলক, যেন সমাজে কদর বেড়ে যাওয়া, যেন কাজের যথাযথ স্বীকৃতি, এইরকম আরও কত কী মনে করেন অভিনেতারা এবং সাথে আমরাও। নিঃসন্দেহে অস্কার, আন্তর্জাতিক সিনেমা জগতে এক বিশেষ সম্মান, যোগ্যতার স্বীকৃতি। কিন্তু যার অভিনীত সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা অস্কারে মনোনয়ন পেয়েছে তিনি কিন্তু সমস্ত স্পটলাইট, আলো, বাহবা, সবকিছুকেই এক ঝটকায় পাশে সরিয়ে, দ্বীপাধারের অন্ধকারে থেকেই কাজ করে চলেছেন। শাহরুখ, আমীর বা অক্ষয় নন, এমনকি দক্ষিণী সুপারস্টার ‘থালাইভর’ রজনীকান্তও নন। কমল হাসান বা আমীরের একাধিক ছবি অবশ্য অস্কারে মনোনীত হয়েছে, তবে তারাও নন। লগান সিনেমায় আমীরের টিমের, মাথায় ফেট্টি বাঁধা ছোটখাটো খেলোয়াড়টিকে মনে পড়ে? আরেকটু সহজ করে দেই। হালফিলের পঞ্চায়েত ওয়েব সিরিজের দৌলতে ‘দুবে জি’ অর্থাৎ রঘুবীর যাদব, সকলের প্রশংসা কুড়িয়েছেন। ছোটখাটো, রোগাসোগা চেহারার রঘুবীর, তাঁর অভিনয় জীবন শুরু করেন, থিয়েটার থেকে। টিভি সিরিয়াল, সিনেমার সাথে হাল আমলের সিরিজেও কাজ করে চলেছেন।
আরও শুনুন: পৃথিবী নাকি ঘুরছে না! পাক যুবকের আজব দাবিতে হাসির রোল নেটপাড়ায়
বেশ কিছু সিনেমায় গানও কম্পোজ করেছেন রঘুবীর। তিনিই একমাত্র ভারতীয় অভিনেতা, যার অভিনীত মোট আটটি সিনেমা এ পর্যন্ত অস্কারে মনোনয়ন পেয়েছে। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘সেলাম বম্বে’ থেকে শুরু করে ‘রুদালী’, ‘ব্যান্ডিট কুইন’, ‘1947 আর্থ’, ‘লগান’, ‘ওয়াটার’, ‘পিপলি লাইভ’, এবং ‘নিউটন’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, ২০২০ সাল পর্যন্ত যা ছিল বেস্ট ফরেন ল্যাঙ্গোয়েজ ফিল্ম, তার সেরা ৫-এ মনোনয়ন পেয়েছিল রঘুবীরের তিনটি সিনেমা, ‘সেলাম বম্বে’, ‘লগান’, আর ‘ওয়াটার’।
আরও শুনুন: হঠাৎ দেখা! বিয়ের আসরে প্রেমিককে দেখেই গাঁটছড়া বাঁধতে নারাজ কনে
এরপরই যে অভিনেতার কথা বলতে হয়, তিনি একজন জাতীয় অভিনেতা। শুধু দক্ষণী বা হিন্দি সিনেমায় নয়, তিনি কাজ করেছেন তামিল তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দি এবং বাংলা সিনেমাতে। এর মধ্যে তার অভিনীত মোট ৭টি সিনেমা বিভিন্ন সময় অস্কারের মনোনয়ন পায়। সাগর, Swathi Muthyam, Nayakan, Thevar Magan, Kuruthipunal, Indian, এবং হে রাম। কিন্তু এর মধ্যে কোনওটিই বেস্ট ফরেন ফিল্মস বিভাগের সেরা ৫-এর মর্যাদা পায়নি।