দীর্ঘ টানাপোড়েনের শেষে মুক্তি মিলেছে কাতারে বন্দি ৮ ভারতীয় নৌসেনার। একে ভারতের কূটনৈতিক জয় বলেই দেখছে আন্তর্জাতিক মহল। কিন্তু সেই মুক্তির নেপথ্যে কি অন্য কেউ নন, শাহরুখ খানের হাত রয়েছে আসলে? সম্প্রতি তেমনই জল্পনা উসকে দিল বিজেপি নেতার পোস্ট। আসুন, শুনে নেওয়া যাক।
তিনি বাজিগর। তিনিই ডন। কোনও কিছুই যে না-মুমকিন হতে পারে না, গোটা দেশকে সে কথা শিখিয়েছিলেন শাহরুখ খানই। কিন্তু রিলের বাইরে রিয়েলেও কি তিনি একইরকম ভাবে সবকিছু করতে পারেন? আন্তর্জাতিক কূটনীতির সমস্যাও সমাধান করতে পারেন তিনিই? সম্প্রতি প্রায় তেমনই দাবি করে বসেছেন একজন। সদ্য কাতারে বন্দি নৌসেনারা যে মুক্তি পেয়ে দেশে ফিরতে পেরেছেন, তাঁর দাবি, এই জটিল কূটনৈতিক সমস্যা মিটেছে শাহরুখ খানের হস্তক্ষেপেই। না, কোনও আম ভক্ত এই দাবি করেননি। এ কথা বলেছেন এক বিজেপি নেতা। আর সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখেই উসকে উঠেছে জল্পনা।
আরও শুনুন:
শাহরুখের হাতে যদি থাকত দেশ চালানোর ভার, কী কী বদলে দিতেন পর্দার নায়ক?
কী ঘটেছে ঠিক? সংবাদমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাবে, বেশ কিছুদিন ধরে ভারতীয় নৌবাহিনীর ৮ জন সেনাকে নিয়ে কাতারের সঙ্গে কূটনৈতিক দড়ি টানাটানি চলছিল দেশের। কাতারে বন্দি হয়েছিলেন ওই আট সেনা। এমনকি তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। দুই দেশের আলাপ আলোচনায় একসময় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। তারপরেও কারাবাসের সাজা বহাল ছিল তাঁদের। তবে হাল না ছেড়ে তাঁদের মুক্তির পক্ষে সওয়াল চালিয়ে গিয়েছে বিদেশমন্ত্রক। সম্প্রতিই ওই আধিকারিকদের মুক্তির সিদ্ধান্ত জানায় কাতার। ইতিমধ্যেই দিল্লিতে ফিরতেও পেরেছেন সাতজন। আর এই মুক্তির জন্য প্রধানমন্ত্রী মোদিকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছেন ওই সেনারা।
তাহলে এর মধ্যে শাহরুখ খান এলেন কোথা থেকে?
আরও শুনুন:
রামনামই সম্বল, কানাকড়ি ছাড়াই খাতা খোলা যায় অযোধ্যার এই ব্যাঙ্কে
আসলে এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী বলেন, এই মুক্তির নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বলি তারকার। তাঁর দাবি, কাতারের শীর্ষনেতাদের সঙ্গে আলোচনা সফল না হওয়ায় খোদ মোদিই শাহরুখকে অনুরোধ করেছিলেন, এই বিষয়ে মাথা ঘামাতে। এরপর দোহাতে এএফসি এশিয়ান কাপের ফাইনালে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় বাদশার। এই সমঝোতার মধ্যে কোনও আর্থিক অঙ্কও থাকতে পারে বলে ইঙ্গিত ওই বিজেপি নেতার। আর তাঁর এই পোস্টের সুবাদেই উসকে উঠেছে নয়া জল্পনা।
Modi should take Cinema star Sharuk Khan to Qatar with him since after MEA and NSA had failed to persuade the Shiekhs of Qatar, Modi pleaded with Khan to intervene , and thus got an expensive settlement from the Qatar Shiekhs to free our Naval officers.
— Subramanian Swamy (@Swamy39) February 13, 2024