হিন্দু তীর্থক্ষেত্রে তোলা হচ্ছে পর্ন ছবি। বলাই বাহুল্য, তাতে ওই স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে জোর দাবি স্থানীয়দের। আর সেই অভিযোগের জেরেই কড়া পদক্ষেপ প্রশাসনের। আসুন, শুনে নেওয়া যাক।
কেউ নগ্ন হয়ে ছবি তুলছেন, তো কেউ আবার পর্ন শুটিং অব্দি সেরে ফেলছেন। আর একের পর এক এহেন ঘটনা প্রকাশ্যে আসতেই বেজায় চটল বালি-র সরকার। অভিযোগ, পাহাড়ের পবিত্রতা নষ্ট করছেন পর্যটকেরা। কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: ৫০ জন পুরুষ ব্যর্থ! অথচ ৫ সেকেন্ডেই চূড়ান্ত যৌনসুখ পেলেন মহিলা, কী সেই ‘সিক্রেট’?
ঘরের কাছে বিদেশ মানেই বালি। এমনটাই মত অনেক পর্যটকের। আর তাই এই স্থানের জনপ্রিয়তাও চোখে পড়ার মতো। বর্তমানে পর্যটকদের পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে ইন্দোনেশিয়ার এই দ্বীপপুঞ্জটি। কিন্তু এবার সেখানে ইচ্ছেমতো ঘোরা বেড়ানোর উপরেই জারি হতে চলেছে নিষেধাজ্ঞা। বালির গভর্নর ঘোষণা করেছেন, বালিতে যে ২২টি পাহাড় রয়েছে, তার কোনোটিতেই আর পর্যটকদের উঠতে দেওয়া হবে না। এখন থেকে শুধু পুজোআর্চা এবং বিপর্যয় মোকাবিলার প্রয়োজনেই পাহাড়গুলিতে ওঠা যাবে। কিন্তু আকস্মিক এহেন নিষেধাজ্ঞা কেন? জানা গিয়েছে, তার নেপথ্যে রয়েছে পর্ন ছবি।
আরও শুনুন: বাড়িতে কড়া শাসন, পর্নদুনিয়ায় পা রেখে তবু মিয়া খালিফা হওয়ার স্বপ্ন মুসলিম তরুণীর
হ্যাঁ, বালির একটি পাহাড়েই নাকি শুটিং করা হয়েছে পর্ন ছবির। খোলা আকাশের নিচে, অপূর্ব প্রাকৃতিক শোভার মধ্যেই উদ্দাম যৌনতায় মেতে উঠেছেন পর্ন তারকারা। এমনিতেই পর্ন সাইটগুলিতে নানারকম যৌনতার ছড়াছড়ি। সেখানে অভিনেতা অভিনেত্রীরা যে কেবল বিভিন্ন ভঙ্গিতে যৌনতায় লিপ্ত হন তাই নয়, পরিবেশও পালটে যায় তার সঙ্গে তাল মিলিয়ে। কেবল বদ্ধ ঘরেই নয়, কখনও খোলা আকাশের নিচে, কখনও সুইমিং পুলে, কখনও বা কোনও প্রকাশ্য স্থানেই সঙ্গমে মেতে ওঠেন নগ্ন নারীপুরুষেরা। আর প্রকৃতির কথা বলতে গেলে বালির মতো এমন সৌন্দর্য মেলা ভার। তাই তেমনই কোনও পর্ন ছবির শুটিং হয়েছিল এখানে। তা ছাড়া কিছুদিন আগেও প্রায় এমনই এক অভিযোগ উঠেছিল। পাহাড়েই নগ্ন হয়ে ফটোশুট করেছিলেন রাশিয়ার এক পর্যটক। আর এহেন আচরণ মোটেই ভাল চোখে দেখছেন না স্থানীয়রা। যে পাহাড়গুলিকে তাঁরা পবিত্র বলে মান্যতা দেন, সেখানে এহেন কাণ্ডকারখানাকে অশালীন বলেই দাগিয়ে দিয়েছেন তাঁরা। তারপর থেকেই বিদেশি পর্যটকদের উপরে পাহাড় ভ্রমণে রাশ টেনেছিল বালি। কিন্তু তাতেও এই ধরনের ঘটনা থামেনি বলে জানিয়েছে বালি প্রশাসন। আর সেই কারণেই এবার আরও কড়া হল প্রশাসন। বালির ২২টি পাহাড়ে দেশিবিদেশি কোনও পর্যটকই আর বেড়াতে যেতে পারবেন না, এমনটাই সাফ জানিয়েছেন বালির গভর্নর।