কোভিড পরিস্থিতিতে কলকাতা বইমেলা এবার ভারচুয়ালও। ১৪ নভেম্বর থেকে বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের খরচ। কঙ্গনা রানাউতের পদ্ম সম্মান ফেরানোর আরজি জানিয়ে রাষ্ট্রপতিকে টুইট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের নেতৃত্বে অজিঙ্ক রাহানে। বিশ্রামে বিরাট-রোহিত-সহ তারকা খেলোয়াড়েরা।
হেডলাইন:
আরও শুনুন: 10 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- অভিযোগের গেরোয় ফের স্থগিত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
বিস্তারিত খবর:
1. বইপ্রেমীদের জন্য আরও ভাল খবর। এবার মাঠে না-এসেও সাক্ষী থাকা যাবে বইমেলায়। করোনা পরিস্থিতিতে বিদেশি দর্শকদের কথা ভেবেই ভারচুয়াল মেলার সিদ্ধান্ত গিল্ডের। শুক্রবার সাংবাদিক বৈঠকে বইমেলার সূচী ও থিমও ঘোষণা করেছে গিল্ড। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। চলবে দু-সপ্তাহ।
করোনার জেরে ২০২০ সালে বন্ধ ছিল বইমেলা। সে বছর বইমেলার থিম ভাবা হয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষের কথা মাথায় রেখে এ বছরও ওই একই থিম রাখার কথা ভাবা হয়েছে। এ ছাড়াও পালন করা হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, নেতাজি সুভাষচন্দ্র বসু-র ১২৫তম জন্মবর্ষ, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর। মেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মেনে চলতে হবে কোভিডবিধি। মাস্ক ছাড়া মেলায় প্রবেশ নিষিদ্ধ। প্রবেশকারীদের কোভিড-টিকার দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনে ব্যবস্থা করা হবে ই-পাসেরও।
2. সাতসকালে উত্তেজনা ছড়াল কোচবিহারের সাতভাণ্ডারী সীমান্তে। গরু পাচারকারী সন্দেহে সীমান্তে কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের। তাঁদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক বলে খবর।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে কোচবিহারের সিতাই থানা এলাকার অন্তর্গত সাতভাণ্ডারী সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল কয়েকজন। এক ভারতীয় নাগরিক গরু পৌঁছে দিচ্ছিল কাঁটাতারের বেড়া পর্যন্ত। বিষয়টি নজরে পড়তেই বাধা দেন ওই সীমান্তে কর্তব্যরত জওয়ানরা। অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে গরু পাচারকারীরা। বাধ্য হয়ে পালটা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ভারতীয় নাগরিকের দেহটি পড়ে রয়েছে কাঁটাতারে এপারে অর্থাৎ সিতাইয়ে। কাঁটাতারের পাশেই বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে মৃত দুই বাংলাদেশীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।