কোভিড মহামারীর থেকে নিস্তার পেতে না-পেতেই আমরা কিন্তু আরও এক ভয়াবহ মহামারীর দিকে নিঃশব্দেই এগিয়ে চলেছি। সে মহামারী কর্মহীনতার। সাম্প্রতিক সমীক্ষা ও নামী সংস্থাগুলিতে কর্মীছাঁটাইয়ের বহর যেন তারই ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতির দিকে চোখ রাখলেন শঙ্খ বিশ্বাস।
সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সারা বিশ্বে চাকরি হারিয়েছেন ১৭,৪০০ এরও বেশি প্রযুক্তি-কর্মী। অন্যদিকে এ বছর জানুয়ারি মাসে কাজ হারিয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। সব মিলিয়ে বলা যায়, চলতি বছরে এখনও পর্যন্ত কাজ হারিয়েছেন প্রায় ১.১ লক্ষ মানুষ। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইসেশন , ‘দা এমপ্লয়মেন্ট এন্ড সোশ্যাল আউটলুক’-এ বলেছে সারা বিশ্বে উন্নত-অনুন্নত সব দেশেই কাজের হাহাকার। রিপোর্ট অনুযায়ী ২০২২ এ কর্মসংস্থান সৃষ্টির হার যেখানে গোটা বিশ্বে ২.৩ শতাংশ চলতি বছরে তা মাত্র ১ শতাংশ। নতুন কর্মসংস্থান হওয়ার বদলে, প্রায় প্রতিদিনই চাকরি হারাচ্ছেন বহু মানুষ। ভারতের মতো দেশে যা মোটেও সুখবর নয়। বরং চাকরি হারানোর এই ট্রেন্ড ইঙ্গিত দিচ্ছে, কর্মহীনতার মহামারী যেন ক্রমশ গ্রাস করছে গোটা বিশ্বকেই।