এত নোংরা! ভারতীয় রেলে টয়লেটের ছবি পোস্ট করে এমনটাই লিখেছিলেন এক বিদেশিনী। চোখে পড়তেই পালটা জবাব দিল নেটদুনিয়ার। বিদেশিনীকেই শুনতে হল কটাক্ষ। তাঁকে উদ্দেশ্য করে ঠিক কী বললেন নেটিজেনরা? আসুন শুনে নেওয়া যাক।
ভারতীয় ট্রেনের টয়লেট বড্ড নোংরা! এমনটাই দাবি বিদেশিনীর। প্রমান হিসেবে পোস্ট করেছেন ছবি। তাতেই চটে লাল নেটদুনিয়া। বিদেশিনীকে পালটা কটাক্ষ শানালেন নেটিজেনরা। সকলের পরামর্শ, বাজেট বাড়ান। অর্থাৎ বেশি টাকা দিয়ে ট্রেনের দামি শ্রেণিতে চড়লেই এমন সমস্যা হবে না।
তাজমহল থেকে রামমন্দির, বিদেশী পর্যটকদের ঘোরার তালিকায় ভারতের একাধিক জায়গা থাকে। প্রতিবছর বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা এ দেশে ছুটে আসেন। ঘোরার ক্ষেত্রে সবথেকে সহজলভ্য ট্রেন। উত্তর থেকে দক্ষিণে কম খরচে যাওয়ার জন্য অনেকেই ভরসা করেন রেলকে। বিদেশীরাও সেই দলে রয়েছেন। কিন্তু সমস্যা অন্য জায়গায়। রেলের অপরিচ্ছন্ন পরিবেশ তাঁদের মোটেও পছন্দ নয়। বিশেষ করে টয়লেট। তাই ছবি তুলে অভিযোগ জানিয়েছিলেন বিদেশিনী। তবে সেটি ছিল ট্রেনের দ্বিতীয় শ্রেণির কামরা। আর তাতেই পালটা কটাক্ষ নেটদুনিয়ার। ভারতীয় রেলের অপমান একেবারেই পছন্দ করেননি এ দেশের অনেকে। তাঁদের দাবি, ফার্স্ট ক্লাস কামড়ায় ভ্রমণ করলেই এমন সমস্যা হত না। অনেকে কটাক্ষ করে লেখেন, বাজেট বাড়ানোর কথা। সাধারণত ভারতীয় রেলে কয়েকটি শ্রেণির ব্যবস্থা থাকে। জেনারেল কামারার ভাড়া সবথেকে কম। সেখানে ব্যবস্থাও তেমনই। এসি কামরার ভাগও ৩ প্রকার। তাতে ফার্স্ট ক্লাস কামরা সবথেকে পরিষ্কার এবং বিলাসবহুল। পরের দুই শ্রেণি সেই তুলনায় কম। ভাড়ার তফাৎ রয়েছে সেই মতো। তাই বিদেশিনীকে দামি শ্রেণিতে চড়ার পরামর্শ দিয়েছেন সকলে।
এমনিতে ট্রেন যতই সুবিধার হোক, এর বিরুদ্ধে অভিযোগেরও কমতি নেই। সময়ের গড়মিল, ভিড়ের সমস্যা, এসব তো রয়েছেই। সেইসঙ্গে ট্রেনের অন্দরের পরিবেশও পরিষ্কার নয়, এমন অভিযোগ অনেকে করেন। কিছু ক্ষেত্রে তা সত্যিও বটে। সেইমতো এবার অভিযোগ আনলেন এই বিদেশিনী। দ্বিতীয় ক্লাসের টয়লেট কেন নোংরা হবে, এমন প্রশ্নই তুলেছিলেন তিনি। তবে নেটিজেনরদের পরামর্শ তাঁর চোখ এড়ায়নি। তাই আরও একটি ভিডিও পোস্ট করেন বিদেশি তরুণী। সেখানে ফার্স্ট ক্লাসের টয়লেট কেমন সেই ছবি দেখান তিনি। তাতে অবশ্য আপত্তি তোলেননি মহিলা। বরং ফার্স্টক্লাসের টয়লেট অনেকটাই পরিষ্কার, তা ভিডিওতে দেখিয়েছেন তরুণী। সেখানেও মন্তব্য করেছেন নেটিজেনরা। এবার আর নেতিবাচক নয়। সবমিলিয়ে বিদেশি মহিলার পোস্ট ঘিরে বেশ হইচই চলল নেটপাড়ায়।