ভাইফোঁটার দিনে জোড়া দুর্ঘটনা কলকাতায়। বাঘাযতীনে স্কুটার চালককে পিষে দিল বাস। চিংড়িঘাটায় পরপর ছয় পথচারীকে পিষল বেপরোয়া গাড়ি। বিজেপি ছাড়ছেন জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর থিমে মানসিক রোগীদের নিয়ে ‘ঠাট্টা’র অভিযোগ উঠল রাজারহাট নারায়ণপুরের সবুজ সংঘ ক্লাবের বিরুদ্ধে।
হেডলাইন:
আরও শুনুন: 5 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সুব্রত মুখোপাধ্যায়ের
আরও শুনুন: 4 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- জওয়ানদের সঙ্গে সীমান্তে দিওয়ালি উদযাপন প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ভাইফোঁটার দিন খাস কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা। সকালে বাঘাযতীন উড়ালপুলের কাছে এক স্কুটার আরোহীকে পিষে দিল নিয়ন্ত্রণ হারানো বাস। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত যুবকের নাম শুভজিত সুর। বাড়ি গড়িয়া সাহাপাড়ায়। এদিকে চলন্ত অবস্থাতেই বাস থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ঘাতক বাসটির চালক। পালানোর চেষ্টা করলেও কন্ডাক্টরকে আটক করেছে সার্ভে পার্ক থানার পুলিশ।
এদিকে শনিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা চিংড়িঘাটা ক্রসিংয়ে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর ছয় পথচারীকে পিষে দেয় একটি বেপরোয়া চারচাকা। দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িতে শুধু চালক নন, ছিলেন তাঁর পরিবারও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরে সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি।
2. বেসুরে বাজছিলেন অনেকদিনই। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিজেপি ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। ২ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও সেভাবে কাজের সুযোগ পাননি। এই মর্মে মোদিকে লেখা চিঠিতে আগাগোড়া নিজের ‘অভিমান’ প্রকাশ করেছেন জয়। জানিয়েছেন, খুব শিগগিরই বিজেপি ছাড়বেন তিনি।
২০১৪ সালেরও আগে বিজেপির সদস্য অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে তাঁকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। পরবর্তী সময়ে, চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর তাঁকে সরিয়ে জাতীয় কর্মসমিতিতে আনা হয় রাজীবকে। শনিবার নরেন্দ্র মোদিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি চিঠি লিখেছেন জয় বন্দ্যোপাধ্যায়। কীভাবে প্রাপ্য সম্মান পাননি তিনি, অসুস্থ হওয়ার পর দলের তরফে কোনও সাহায্য পাননি– এসব অভিযোগই তিনি লিখেছেন সেই চিঠিতে। এমনকী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলেও মোদি একবারও সাক্ষাৎ করেননি বলে অভিমান প্রকাশ করেছেন জয় বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।