টানা ২৭ ঘণ্টা জেরা শেষে গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ধৃত পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। বিতর্কসভায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ প্রধান বিচারপতি এনভি রামানার। দেশজুড়ে দাপট করোনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 21 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- ‘বিজেপির কারাগার’ ভাঙার ডাক, একুশের মঞ্চ থেকেই চব্বিশে চোখ মমতার
বিস্তারিত খবর:
1. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির পর নাকতলার বাড়ি থেকে ঘুরপথে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ওই হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আদালতে পার্থর ১৪ দিন হেফাজতের আবেদন জানিয়েছিলেন ইডি আধিকারিকরা। উল্টোদিকে মন্ত্রীর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। পার্থকে জেরা করে এই মামলায় আরও বিস্তারিত তথ্য় জানতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সোমবার তাঁকে ফের পেশ করা হবে আদালতে। গ্রেপ্তার হওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেই সাংবাদিকদের জানান পার্থ। পার্থর গ্রেপ্তারির পর শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়ে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তার পরেই দলের মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ জানান, বিচারব্যবস্থার উপর আস্থা রাখছেন তাঁরা। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণ হলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে তার আগে পার্থর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে না, সেটা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল।
2. এসএসসি মামলায় জড়িত সন্দেহে ইডি-র হাতে গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ও। টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধারের পর শনিবার সকালে প্রথমে আটক করা হয় তাঁকে। পরে তাঁকে গ্রেপ্তার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরও অর্পিতার দাবি, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, অর্পিতার টালিগঞ্জের অভিজাত আবাসনে ২টি ফ্ল্যাট, বেলঘরিয়ায় ২টি ফ্ল্যাট, ২১ কোটি ২০ লক্ষ নগদ টাকা, ৭৯ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে। তাঁর আয় এবং সম্পত্তির মধ্যে বিপুল গরমিল খুঁজে পেয়েছে ইডি। হিসাব বহির্ভূত সম্পত্তির উৎস জানতে তাঁকে শুক্রবার থেকে জেরা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, বারবার নিজের বয়ান বদল করছেন অর্পিতা। সে কারণেই শনিবার গ্রেপ্তার করা হয় তাঁকে। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া ২১ কোটি টাকা নিয়ে যেতে ৪০ টি ট্রাঙ্ক পাঠিয়েছে আরবিআই। ৫০০ টাকা, ২০০০ টাকা, ১০০ টাকা ও সোনার গয়না বোঝাই করা হয়েছে সেসব ট্রাঙ্কে। সাতটি নোট গোনার মেশিনের সাহায্য নিয়ে টাকা গোনার কাজ চলে দীর্ঘক্ষণ। ২১ কোটি টাকার মধ্যে বেশিরভাগটাই ২০০০ টাকা ও ৫০০ টাকার নোট বলে জানা গিয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।