দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। মন্দিরের যাত্রাপথ অতীব দুর্গম। শিবভক্তদের কাছে অবশ্য দর্শনীয় কেদারনাথ মন্দির। বছরের নির্দিষ্ট সময়ে বাবা কেদারকে দর্শণ করতে আসেন হাজার হাজার ভক্ত। সম্প্রতি সেই মন্দিরের গর্ভগৃহেই অদ্ভুত আচরণ করেছেন এক মহিলা। জ্যোতির্লিঙ্গের উপর অবলীলায় টাকা ছড়াতে দেখা গিয়েছে তাঁকে। ঘটনায় কী পদক্ষেপ মন্দির কর্তৃপক্ষের? আসুন শুনে নিই।
কেদার মন্দিরের গর্ভগৃহে টাকার বৃষ্টি । সম্প্রতি এমনটাই করতে দেখা গিয়েছে এক মহিলাকে। তাঁর এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ নেটদুনিয়া। ঘটনায় পদক্ষেপ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। শতাব্দীপ্রাচীন এই মন্দির গোটা দেশের ঐতিহ্যের ধারক বাহক হিসেবে গণ্য হয়। ধর্মীয় বিশ্বাসের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে যুক্ত এই মন্দির। সেখানেই এমন ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই।
আরও শুনুন: রোজকার অশান্তিতে অতিষ্ঠ! নিজেই নিজের শ্রাদ্ধ করে লোক খাওয়ালেন বৃদ্ধ
বছরের নির্দিষ্ট একটা সময়ই খোলা থাকে উত্তরাখণ্ডের কেদার মন্দির। দেশে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে ছুটে আসেন ভক্তরা। স্রেফ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অংশ হিসেবে নয়, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে পুরাণের নানা কাহিনী। সেইসঙ্গে রয়েছে একাধিক অলৌকিক ঘটনার কথাও। উত্তরাখণ্ডের ভয়ানক দুর্যোগের সময়ও কেদার মন্দিরের বিশেষ ক্ষতি হয়নি। মন্দিরের যাত্রাপথও যথেষ্ট দুর্গম। তবু সেই পথ পার করতে উদ্যোগ নেন অনেকেই। ঐতিহ্যশালী এই কেদার মন্দিরেই সম্প্রতি ঘটেছে অদ্ভুত ঘটনাটি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে মন্দিরের গর্ভগৃহে এক মহিলা টাকা ওড়াচ্ছেন। সেই টাকা ঝড়ে পড়ছে জ্যোতির্লিঙ্গের উপর। তিনি একা যে এমনটা করছেন তা নয়। তাঁর পাশে দেখা গিয়েছে আরও দুজনকে। পোশাক দেখে তাঁদের মন্দিরের পুরোহিত হিসেবেই মনে হতে পারে। ভিডিওয় দেখা যাচ্ছে, ওই দুই ব্যক্তি কিছু পাঠ করছেন। আর পাশে দাঁড়িয়ে টাকা ওড়াচ্ছেন ওই মহিলা।
আরও শুনুন: হনুমান কি সত্যিই ‘বাপ তুলে’ কথা বলতেন! কী জানাচ্ছে বাল্মীকির রামায়ণ?
এখনও পর্যন্ত এই আচরণের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা জানা যায়নি। তবে ভিডিওটি দেখে বেজায় চটেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। সকলেই একযোগে ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। ঘটনার বিস্তারিত বাখ্যা জানতে চেয়েছেন কেদার-বদ্রি মন্দির সমিতি। প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় এ বিষয়ে লিখিত বিবৃতি প্রকাশ করে, স্থানীয় প্রশাসনের সাহায্য চেয়েছেন। তাঁর অনুরোধ পুলিশ যেন ঘটনায় কড়া পদক্ষেপ নেয়। জেলা শাসক এবং পুলিশ সুপারিনটেনডেন্টকে ঘটনার কথা জানানো হয়েছে। শীঘ্রই ঘটনার আসল কারণ সামনে আসবে বলে মনে করছেন তিনি। তবে এই ঘটনা একেবারে অনুচিত বলেই দাবি তাঁর। আগামীদিনে এহেন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই ব্যবস্থা নেওয়ারও আরজি জানিয়েছে মন্দির পরিচালন সমিতি।
महादेव को पैसे से पसंद कर रही है ये तो बेलपत्र से भी पसंद हो जाते है#Kedarnath #Mahadev pic.twitter.com/ipTyjGGflD
— Gaurav Verma 🇮🇳 (@Garv_verma7) June 19, 2023