বদলাতে হবে গ্রামের নাম। এমনটাই দাবি বিজেপি নেতার। নতুন কিছু নয়, এর আগে যোগীরাজ্যে এমন বদল বহু হয়েছে। তবে এবার নজরে দিল্লি। সরকার বদল হতেই দিল্লির এক গ্রামের নাম বদলাতে চাইছেন সেখানকার এক বিজেপি নেতা। ঠিক কী দাবি? আসুন শুনে নেওয়া যাক।
মহম্মদ নয়, বলতে হবে মাধব! এমনটাই চাইছেন বিজেপি নেতা। তবে কোনও ব্যক্তির নয়, এই বদল তিনি চাইছেন এক গ্রামের নামে। এতদিন যা মহম্মদপুর নামে পরিচিত ছিল, সেই গ্রামকেই এবার মাধবপুরম নাম দিতে চাইছেন বিজেপি বিধায়ক অনিল শর্মা।
নাম বদল করে দেশের ইতিহাসেরই একাংশ মুছে দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বার এই অভিযোগ উঠেছে। সরব হয়েছেন বিরোধীরা। বিশেষত মুঘল ইতিহাসকে প্রায় বিস্মৃত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরব হয়েছেন বহু ভাবুক-চিন্তকও। তা সত্ত্বেও মোদি সরকারের জমানায় একের পর এক ঐতিহাসিক স্থানের নাম বদলের সাক্ষী থেকেছেন দেশবাসী। যার সাম্প্রতিক নমুনাটি হল, রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক ‘মুঘল গার্ডেন্স’-এর নাম বদল। বর্তমানে তা ‘অমৃত উদ্যান’ নামে পরিচিত। তবে এ যে কোনও আকস্মিক পদক্ষেপ নয়, তা এই সরকারের রাজনৈতিক পদক্ষেপের ‘ক্রনোলজি’র দিকে তাকালেই স্পষ্ট হয়। প্রত্যাশিত ভাবেই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন বিজেপি নেতা-মন্ত্রীরা। এই সিদ্ধান্তের মধ্যে ঔপনিবেশিকতার ভার বয়ে যাওয়া থেকে মুক্তির দিশা খুঁজে পেয়েছিলেন তাঁরা। যোগীরাজ্যে এই নাম বদলের ঘটনা সবথেকে বেশি লক্ষ করা গিয়েছে। সৌজন্যে, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তবে এবার নজর দিল্লির দিকে।
সম্প্রতি, রাজধানীর সরকার বদলেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। আর তাতেই, আরকে পুরম-এর অন্তর্গত মহম্মদপুর গ্রামটির নাম বদলাতে চাইছেন সেখানকার বিধায়ন অনিল শর্মা। তাঁর দাবি, এই গ্রামের নতুন নাম হোক মাধবপুরম। তবে এই দাবি যে হঠাৎ করে উঠেছে এমন নয়। বিজেপি নেতার দাবি, বহু আগেই আবেদন করা হয়েছিল, তবে দিল্লির আপ সরকার কোনও পদক্ষেপ করেনি। এবার নতুন সরকার এসে এই বদল সম্ভব করে দেখাবে ব্লেই সাফ জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই বদলের ইচ্ছা যে স্রেফ তাঁর মনগড়া এমনটাও নয় বলেই জানিয়েছেন বিজেপি নেতা। বরং এই ইচ্ছা ওই এলাকার বাসিন্দাদের। তাঁরাই চান গ্রামের নাম মহম্মদপুরের বদলে মাধবপুরম রাখা হোক। বিজেপি সরকার জনগণের সরকার, প্রচারের সময় বারেবারে এমন দাবি করে আসেন বিজেপি নেতারা। এই নাম বদলের পদক্ষেপও খানিকটা সেই কারণেই, জানাচ্ছেন বিজেপি বিধায়ক অনিল।