তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে শুরু টোকিও অলিম্পিক। চলতি বাদল অধিবেশনে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। দেশের মধ্যে সর্বোচ্চ টিকাদানের হার কলকাতায়। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 22 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর – ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের, পাশের হার ৯৭.৬৯ শতাংশ
আরও শুনুন: 21 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর – একুশের মঞ্চ থেকেই বিজেপি বিরোধী ফ্রন্টের ডাক মমতার
বিস্তারিত শুনুন:
1. তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হচ্ছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপার্সন পদে বসাতে তৃণমূলের সংসদীয় কমিটি সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে।” অর্থাৎ, দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা কোন রণনীতিতে কাজ করবেন, তা এবার থেকে ঠিক করবেন দলনেত্রী নিজেই। সেদিক থেকে দেখলে, নতুন করে জাতীয় রাজনীতিতে পা রাখলেন মমতা। একুশে বাংলার বিধানসভা নির্বাচনের অভাবনীয় সাফল্যের পর এবার যে তৃণমূলের লক্ষ্য দিল্লি, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল ঘাসফুল শিবিরের এই পদক্ষেপে।
সাংসদ না হওয়া সত্ত্বেও কোনও দলের সংসদীয় কমিটির প্রধান নির্বাচিত হওয়াটা বিরল। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তা আরও বিরল। একজন মুখ্যমন্ত্রীর পক্ষে দিল্লিতে গিয়ে সংসদীয় রাজনীতি নিয়ন্ত্রণ করাটা কঠিনও বটে। কিন্তু TMC সুপ্রিমো সেই কঠিন চ্যালেঞ্জ নিতে পিছপা হলেন না। বিভিন্ন ‘জনবিরোধী’ নীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, পেগাসাস, করোনা, কৃষি আইন- একাধিক ইস্যু নিয়ে সংসদে সরকারকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল। উল্লেখ্য, আগামী দিন তিনেকের মধ্যে দিল্লি যাচ্ছেন মমতা। সংসদে গিয়ে বহু বিরোধী নেতার সঙ্গে দেখা করতে পারেন তিনি। তৃণমূলের সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় এবার সংসদে তাঁর প্রবেশও অবাধ হয়ে যাবে। চব্বিশের লোকসভার লক্ষ্যে আরও একটি পদক্ষেপ নিলেন তৃণমূল নেত্রী।
2. অবশেষে শুরু হল অলিম্পিক। টোকিওয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বইলেন মনপ্রীত সিং এবং মেরি কম। করোনার দাপটের জন্য ভারত বা গ্রেট ব্রিটেনের মতো বেশ কিছু দেশ উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলিটদের সংখ্যা বিপুল ভাবে কমিয়েছে। প্রতিযোগী ও স্টাফ মিলিয়ে উদ্বোধনে হাজির হয়েছিলেন ২৫ জন ভারতীয়। করোনা আতঙ্কে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ জাঁকজমক ছিল না। তবে আলোর রোশনাইয়েই ভরে উঠল টোকিও ন্যাশনাল স্টেডিয়াম। নীল ব্লেজার গায়ে হাতে পতাকা নিয়ে ২১ নম্বর দেশ হিসেবে মঞ্চে পৌঁছন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং বক্সার মেরি কম। ভারতীয় মহিলা অ্যাথলিটরা নজর কাড়লেন ঘিয়ে রঙের চুড়িদারে।
অলিম্পিক শুরুর আগেই একাধিক অ্যাথলিট কোভিডে আক্রান্ত হয়েছেন! তাই অতিমারীর কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামেই হল উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিক এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় ক্ষোভ উগরে দেন শহরবাসীদের একাংশ। অলিম্পিক আয়োজনের কারণে সংক্রমণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাপানের স্বাস্থ্য দপ্তর। তবে ক্রীড়াপ্রেমীদের প্রার্থনা, নির্বিঘ্নেই সম্পন্ন হোক দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।
অন্যান্য খবর বিস্তারিত শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।