১০০ শতাংশ পাশের হার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায়। ‘পেগাসাস’ ইস্যুতে উত্তাল সংসদের বাদল অধিবেশন। ফের জট উচ্চ প্রাথমিকে। দেশে কমল করোনায় আক্রান্তের হার। পর্ন ফিল্ম বানানোর অভিযোগে পুলিশি হেফাজতে রাজ কুন্দ্রা। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
ফল ঘোষণা মাধ্যমিকের। পাশের হার ১০০ শতাংশ। ফলাফলে সন্তুষ্ট না হলে ছাত্রছাত্রীরা ফের পরীক্ষায় বসতে পারবে। জানাল পর্ষদ।
‘পেগাসাস’ ইস্যুতে উত্তাল সংসদের বাদল অধিবেশন। ধরনায় বসলেন তৃণমূলের সাংসদরা। কংগ্রেসকে বেনজির আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশে কমল করোনায় আক্রান্তের হার। মৃতের সংখ্যাও নিম্নগামী। রাজ্যের বাইরে থেকে আগত বিমানযাত্রীদের জন্য জারি নয়া নির্দেশিকা। তবে এদিন ঊর্ধ্বমুখী বাংলার দৈনিক সংক্রমণ।
ফের জট উচ্চ প্রাথমিকে। ইন্টারভিউ চললেও এখনই নয় নিয়োগ। নির্দেশ কলকাতা হাই কোর্টের।
তৃণমূলের শহিদ দিবসের পালটা। একুশে জুলাই শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের ডাক বিজেপির। বুধবার দিল্লির রাজঘাটে পালিত হবে শ্রদ্ধাঞ্জলি দিবস। নেতৃত্বে দিলীপ ঘোষ।
ভয়াবহ আফগানিস্তানের অবস্থা। দ্রুত কাবুলের দিকে এগোচ্ছে তালিবানরা। আমেরিকা, পাকিস্তান, উজবেকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি মিলে যৌথ মঞ্চ তৈরির উদ্যোগ।
মিলল না জামিন। পর্ন ফিল্ম বানানোর অভিযোগে পুলিশি হেফাজতে পাঠানো হল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে।
আরও শুনুন: 19 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর- পেগাসাস কাণ্ডে তোলপাড় দেশ, আড়ি পাতা অভিষেক ও পিকে-র ফোনেও
আরও শুনুন: 18 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর– বাড়ছে ATM মারফত লেনদেনের খরচ
বিস্তারিত শুনুন:
1. নজিরবিহীন পাশের হার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায়। বিকল্প মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে প্রকাশিত হল ফলাফল। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
চলতি বছর মোট পরীক্ষার্থী– ১০,৭৯,৭৪৯। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। পাশ করেছে সকলেই, অর্থাৎ পাশের হার ১০০ শতাংশ। গত বছর তা ছিল ৮৬.৩৪ শতাংশ। মেধাতালিকা প্রকাশিত না হলেও পর্ষদ সূত্রে খবর, এ বছর ৭০০-র মধ্যে ৬৯৭ পেয়েছেন মোট ৭৯ জন পরীক্ষার্থী। ফার্স্ট ডিভিশন অর্থাৎ ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৯০ শতাংশ ছাত্রছাত্রী।
বুধবারই স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। এই ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের পরীক্ষায় বসতে পারবে তারা।
2. ‘পেগাসাস’ ইস্যুতে মঙ্গলবার উত্তাল সংসদের অধিবেশন। শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। লোকসভাতেও বিরোধীদের হই হট্টগোলের জেরে বারবার ব্যাহত হয় আলোচনা। পেগাসাস নিয়ে আলোচনা চেয়ে সংসদের দুই কক্ষে নোটিস দেয় তৃণমূল, কংগ্রেস, আপ-সহ বিরোধী দলগুলি। সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা।
এদিকে এই ইস্যুতেই কংগ্রেসকে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর বক্তব্য, সরকারকে বদনাম করতে যথেচ্ছ মিথ্যাচার করছে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, আন্তর্জাতিক মহলে ভারতের বদনাম করতে এবং উন্নয়নের গতি স্তব্ধ করতে এই ধরনের ভুয়ো রিপোর্ট প্রকাশ্যে আসছে। এর নেপথ্যে বিরোধীদের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ষড়যন্ত্র দেখছেন তিনি।
রবিবারই প্রকাশ্যে এসেছে ইজরায়েলি সংস্থা পেগাসাসের মাধ্যমে দেশের বিশিষ্টজনদের ফোন ট্যাপিংয়ের বিষয়টি। দেশের মন্ত্রী, বিচারপতি, সাংবাদিক– কেউ এর আওতার বাইরে নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। এদিন গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, শান্তনু সেনরা। প্রত্যেকের হাতে পোস্টার। পোস্টারে লেখা– MODI’র অর্থ Master of Digital Invasion, বা, Big Brother is Watchdog-এর মতো কড়া বার্তা। সোমবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চড়ে সংসদ ভবনে গিয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন তাঁরা। আর আজ হাতিয়ার ফোনে আড়ি পাতা কাণ্ড। চলতি বাদল অধিবেশনে সংসদে বিরোধিতার সবরকম ইস্যু নিয়ে তৃণমূল যে ঝাঁপিয়ে পড়েছে, তা এখনই স্পষ্ট।
অন্যান্য খবর বিস্তারিত শুনে নিন ক্লিক করে।