চলতি টি-২০ বিশ্বকাপে আশা শেষ কোহলিদের। ফের বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার খেতাব প্রধানমন্ত্রীর। অপুষ্টিতে ভুগছে দেশের ৩৩ লক্ষ শিশু। মাদক মামলায় ফের তলব আরিয়ান খানকে।
হেডলাইন:
আরও শুনুন: 6 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ভাইফোঁটার দিনেই মর্মান্তিক দুর্ঘটনা বাঘাযতীন-চিংড়িঘাটায়
আরও শুনুন: 5 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সুব্রত মুখোপাধ্যায়ের
বিস্তারিত খবর:
1. চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারই ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। আজ আফগানবাহিনীকে হারিয়ে বিরাট কোহলিদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন কেন উইলিয়ামসনরা। সিনিয়র দলের জার্সি গায়ে আইসিসি টুর্নামেন্ট জয়ের ইতিহাস অধরাই রয়ে গেল ক্যাপ্টেন কোহলির।
বিশ্বকাপের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে মুখ থুবড়ে পড়ে তীব্র আক্রমণের শিকার হন কোহলিরা। আর তারপরই কিউয়ি কাঁটায় বিদ্ধ দল। দেখা যাচ্ছে, গত আঠারো বছরের কোনও আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচের উপরই ঝুলছিল ভারতের ভাগ্যের সুতো। রবিবাসরীয় আবু ধাবিতে উইলিয়ামসনদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নবি। কিন্তু কিউয়ি পেস ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান টপ অর্ডার। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০টি উইকেট তুলে নিয়ে ব্যক্তিগত রেকর্ড গড়লেন রশিদ খান। কিন্তু তাঁদেরও বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে খালি হাতেই। গ্রুপ ২ থেকে শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান ও নিউজিল্যান্ড। সোমবার নামিবিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।
2. বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদি। ৭০ শতাংশ সমর্থন নিয়ে মোদি অনেক পিছনে ফেলেছেন জো বাইডেন, অ্যাঞ্জেলা মর্কেল, বরিস জনসন, জায়ের বলসোনারো, ইমানুয়েল ম্যাক্রোর মতো রাষ্ট্রনেতাদের।
প্রতি সপ্তাহে বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তা পরিমাপ করে মার্কিন সংস্থা ‘মর্নিং কলসাল্ট’। শনিবার তারা তাদের সমীক্ষার যে ফল প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এই সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে বিশ্বে এক নম্বর ভারতের প্রধানমন্ত্রী। এই সপ্তাহে মোদির অ্যাপ্রুভাল রেটিং ৭০ শতাংশ। ২০১৯ সাল থেকে এই সমীক্ষা শুরু করার পর থেকেই ৬০ শতাংশের উপরেই রয়েছে প্রধানমন্ত্রী মোদির অ্যাপ্রুভাল রেটিং। খুব সম্প্রতি জি-২০ সম্মেলন এবং গ্লাসগো জলবায়ু সম্মেলনে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদিকে একাত্ম হতে দেখা গিয়েছে তাতে তাঁর জনপ্রিয়তা অনেক বেড়েছে বলেই মনে করা হচ্ছে।
তবে এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪৪ শতাংশ মানুষের সমর্থন নিয়ে নেমে গিয়েছেন সপ্তম স্থানে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তই যে বাইডেনের জনসমর্থন কমিয়ে দিয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।