আফগানিস্তানে আটক ভারতীয়দের ফেরাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন। দোহায় তালিবানের সঙ্গে বৈঠকে ভারতীয় রাষ্ট্রদূত। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে একসঙ্গে শপথ নিলেন ন’জন। প্যারালিম্পিকে অব্যাহত ভারতের সাফল্য। দশে পৌঁছল পদকের সংখ্যা।
হেডলাইন:
আরও শুনুন: 29 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- মার্কিনিদের লক্ষ্য করে রকেট হামলা, বিস্ফোরণে কাঁপল কাবুল বিমানবন্দর
বিস্তারিত খবর:
1. প্রায় দুই দশক পর শেষ হল আমেরিকার ‘মিশন আফগানিস্তান’। আফগানভূমে নিরঙ্কুশ হল তালিবানের রাজত্ব। আর তারপরেই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিল তালিবানের কুখ্যাত স্পেশ্যাল ফোর্স ‘বদরি ৩১৩’। ফলে এই মুহূর্তে আফগানিস্তানে আটকে থাকা মার্কিন ও অন্য দেশের মানুষের কাবুল ছাড়ার শেষ উপায়ও বন্ধ। এহেন পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমিটিতে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রবীণ আমলারা। আফগানভূমে যাতে ভারতবিরোধী সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিতে না পারে, সেই দিকেও নজর রাখবে এই কমিটি।
এদিকে, মঙ্গলবার তালিবানের সঙ্গে প্রথম কূটনৈতিক বৈঠক সারল ভারত। এদিন দোহার ভারতীয় দূতাবাসে তালিবান প্রতিনিধি শের মহম্মদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল। আফগানিস্তানের মাটিকে জঙ্গি ঘাঁটি হিসেবে ব্যবহার করা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন দীপক। পাশাপাশি আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা ও তাঁদের ভারতে ফেরানো নিয়েও কথা হয়েছে। সমস্ত বিষয়কেই ইতিবাচক ভাবে সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে তালিবানের তরফে।
2. দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন তিন মহিলা বিচারপতি-সহ মোট ন’জন। শপথ গ্রহণ করালেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় সুপ্রিম কোর্টের অ্যাডিশনাল বিল্ডিং কমপ্লেক্সের অডিটোরিয়ামে। বর্তমানে দেশের প্রধান বিচারপতি-সহ শীর্ষ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩। ২০২৭ সালে দেশের প্রথম মহিলা বিচারপতি হতে পারেন এদিন শপথ নেওয়া বিভি নাগরত্ন। উল্লেখ্য, দেশের প্রধান বিচারপতি ছিলেন তাঁর বাবা বিচারপতি ইএস ভেঙ্কটরামাইয়াও।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।