জেনে নিন আপনার রাশিফল। জানাচ্ছেন, দেবীদাস ভট্টাচার্য।
মেষ- অলসতা নাশ হয়ে নতুন উদ্যমে কর্মক্ষেত্রে মন দিতে পারেন। ফলে প্রশংসা, অতিরিক্ত অর্থ, দায়িত্ব লাভ করার সম্ভাবনা, নিজেকে আরও কর্মঠ করুন।
বৃষ- ব্যবসা ক্ষেত্রে সাফল্য, লেখক শিল্পীদের প্রশংসা লাভ, কার্যসিদ্ধি, সন্তান দ্বারা তৃপ্তি লাভ। ধৈর্য ধরুন।
মিথুন- ভবিষ্যতে আর্থিক সুরক্ষার জন্য কোনও বিশেষ পদক্ষেপ নিতে পারেন, সেবামূলক কাজ করতে পারেন, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির সম্ভাবনা।
কর্কট- আর্থিক বৃদ্ধি, কর্ম ক্ষেত্রে অধিক মনোনিবেশ, বলিষ্ঠ ও আনন্দিত মন, আধ্যাত্মিক উন্নতি।
সিংহ- ক্রোধ বৃদ্ধি, আশা নিরাশার দোলাচলে থাকার সম্ভাবনা, কোনও বড় কাজ করার প্রবল ইচ্ছা হতে পারে, ভাইয়ের থেকে উপকৃত হতে পারেন।
কন্যা- খিটখিটে মেজাজ, শরীর খারাপের কারণে কাজের প্রতি অনীহা, পেটের সমস্যা হতে পারে, বিশেষ করে মহিলাদের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা জটিল হতে পারে
তুলা- মন চনমনে, কাজে উৎসাহ বৃদ্ধি, ফলতঃ আর্থিক ও প্রশংসা লাভ, বিবাহ স্থির হতে পারে, পতি পত্নীর মধ্যে রোমান্স বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক- যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে অগ্ৰসর হতে পারেন, ফ্ল্যাট বা বাড়ি সাজানোর পরিকল্পনা নিতে পারেন।
ধনু- লেখক, শিল্পী, আইনজীবী ও সাংবাদিকদের বিশেষ শুভ, প্রেমজ বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা, ছাত্রদের আরো মনোযোগী হওয়া প্রয়োজন।
মকর- অশান্তি, ভয়, শরীর পীড়া, পত্নী বা সন্তানের আগুন অথবা বিদ্যুৎ থেকে বিপদের সম্ভাবনা, অত্যন্ত সতর্ক থাকুন।
কুম্ভ- শ্বশুরবাড়ির লোক অথবা নিকট কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে, অহেতুক কারণে অপমানিত হতে পারেন, শান্ত ও নীরব থাকুন।
মীন- পারিবারিক বিপদ থেকে উদ্ধার পাবার পথ পেতে পারেন, নিজের ওপর আস্থা ফিরতে শুরু করবে, আর্থিক সুরাহা ও ব্যয় সংকোচ হবে।