মঙ্গলবারও ঘোষিত হল না পুরভোটের দিনক্ষণ। এসএসসির গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত টেস্ট সিরিজের ভারতীয় দল, চোটের কারণে ছিটকে গেলেন কেএল রাহুল। পরিবর্ত হিসেবে ডাক পেলেন সূর্যকুমার যাদব। এফআইআর দায়ের অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে।
হেডলাইন:
আরও শুনুন: 22 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- এসএসসির গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় তদন্তের ভার সিবিআইকে
আরও শুনুন: 21 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ফের উত্তপ্ত ত্রিপুরা, গ্রেপ্তার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ
বিস্তারিত খবর:
1. পুরভোট নিয়ে জট কাটছে না এখনই। মঙ্গলবারও ঘোষণা হল না কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ। এ দিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে এ বিষয়ে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার পরেই জানা যায়, কলকাতা ও হাওড়া, এই দুটি জেলার পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে না এদিনও। কারণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সব পুরসভার ভোট একসঙ্গে চান রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানির পরে দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এদিন চিঠি দিয়েও কমিশনকে সতর্ক করেন রাজ্যপাল। চিঠিতে তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনার তাঁর সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে যেন কোনও অবস্থাতেই রাজ্য সরকারের হয়ে কাজ না করেন।
প্রশাসনের সুপারিশ মেনে ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ ও ২২ ডিসেম্বর গণনা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তবে সব পুরসভার ভোট একসঙ্গে হওয়ার দাবিতে হাই কোর্টে আগেই মামলা করেছিল বিজেপি। সেই প্রেক্ষিতে সোমবার হাই কোর্টে হলফনামা জমা দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি নিয়ে সর্বদল বৈঠকও করে কমিশন। বৈঠকে অংশ নেয় তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস। মনে করা হচ্ছিল পুরবিলের সংশোধনীতে রাজ্যপালের সম্মতি মিললেই কাটবে জট। কিন্তু এদিনের বৈঠকের পরও সেই বিলে তিনি সই করেননি।
2. এসএসসির গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগের মামলায় বেনিয়মের অভিযোগ তুলে নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। মঙ্গলবার উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে রাজ্যের দায়ের করা মামলা গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সেই মামলার শুনানি।
সোমবার এসএসসি নিয়োগে বেনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এই রায় ঘোষণা করে। ডিআইজি পদমর্যাদার আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতির। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। তারপরেই অবশ্য রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের। সেই পদক্ষেপ করা হল মঙ্গলবার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।