বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের অভিযোগ। বিধানসভার বাজেট অধিবেশনে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে রাজ্য সরকার। বাংলা মডেলকে হাতিয়ার করেই ত্রিপুরায় বিজেপিকে তোপ মমতার। ডবল ইঞ্জিন সরকারের নয়া ব্যাখ্যা অভিষেকের। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল অব্যাহত তুরস্ক ও সিরিয়াতে। বিপুল ত্রাণ পাঠাল ভারত, ধন্যবাদ তুরস্কের। আদালতে দাঁড়িয়ে সিবিআইকে তোপ মানিক ভট্টাচার্যের। আদানি ইস্যুতে জারি লাগাতার বিক্ষোভ। বিচারপতির আসনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাভাষণে অভিযুক্ত।
হেডলাইন:
আরও শুনুন: 5 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- বিজেপিতে ধাক্কা, অভিষেকের হাত ধরে তৃণমূলে আলিপুরদুয়ারের বিধায়ক
বিস্তারিত খবর:
1. বাংলাভাগের ষড়যন্ত্র করা হচ্ছে। এই অভিযোগে বিধানসভার বাজেট অধিবেশনে নতুন প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। বুধবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে এদিন প্রথামতো সর্বদল বৈঠক ও কার্যোপদেষ্টা কমিটির বৈঠক ডাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর কার্যোপদেষ্টা কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে তৃণমূল সরকার।
দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবিতে ইতিউতি মন্তব্য করে চলেছেন বিজেপির একাধিক বিধায়ক। পাহাড়ে নতুন করে গোর্খাল্যান্ডের দাবি, বিজেপির বিরুদ্ধে কেএলও’র মতো সংগঠনগুলিকে উৎসাহ দেওয়ার অভিযোগ, এ সব কিছুকেই বাংলাভাগের ষড়যন্ত্র হিসাবে দেখছে রাজ্য সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ হওয়ার আগেই এই ইস্যুতে বিধানসভায় প্রস্তাব পেশ করতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এর সঙ্গেই আদিবাসীদের সারি এবং সারনা ধর্মের স্বীকৃতির দাবিতেও একটি প্রস্তাব নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। দুটি আলোচনাতেই অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপির কোনও প্রতিনিধিই। ফলে অধিবেশন নিয়ে যাবতীয় আলোচনা কার্যত একতরফাভাবেই চূড়ান্ত হয়েছে শাসকদলের উপস্থিতিতে।
2. ত্রিপুরার রাজনীতিতে নতুন করে সংগঠন গড়ে তোলার বছর না ঘুরতেই আমজনতার অভাবনীয় সাড়া পেল তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার আগরতলার রাস্তায় সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে ত্রিপুরাবাসীকে একাত্মতার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। মনে করালেন, বাংলা আর ত্রিপুরা আসলে ভাইবোন। ত্রিপুরা, মেঘালয় তথা গোটা উত্তর-পূর্ব ভারতের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে, সে কথাও এদিন ফের বলেন মমতা। কিছুদিন আগেই বাংলায় উন্নয়নের মডেলকে সামনে রেখে দলীয় ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। এদিন বক্তব্য রাখতে গিয়ে আরও একবার বাংলার উন্নয়নের সেইসব ফিরিস্তি সাজিয়ে ত্রিপুরাবাসীকে দুর্দশা থেকে মুক্তি দেওয়ার স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী। সবুজশ্রী থেকে সমব্যথী পর্যন্ত বাংলার সরকারের যাবতীয় কর্মসূচির কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাবাসীকে উদ্দেশে বলেন, আমরা বাংলায় পেরেছি, ত্রিপুরায় পারব। জনতার উদ্দেশে তাঁর বার্তা, ‘যদি একটু পাই, হাজার গুণ ফেরত দেব। আমরা ভোটের আগে যতটা বলি, ভোটের পর তার থেকেও বেশি করে করি।’ তাঁর সুরে সুর মিলিয়েই বিজেপির প্রতি আক্রমণ শানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ডবল ইঞ্জিন সরকার নিয়ে অভিষেকের নতুন ব্যাখ্যা, “ডবল ইঞ্জিনের একটা ইঞ্জিন সিবিআই, একটা ইঞ্জিন ইডি। এখানে রাজ্যও চুরি করবে, কেন্দ্রও চুরি করবে। কেউ কাউকে ধরবে না।” অভিষেকের সাফ কথা, ত্রিপুরা আর ডবল ইঞ্জিন সরকার চায় না। চায় বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার। মমতার নেতৃত্বে ত্রিপুরার মাটিতে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করার বার্তাই এদিন শোনা গেল তাঁর গলায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।