৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। সুইং স্টেটের ফলাফল রিপাবলিকানদের পক্ষেই। বিজয়ী ভাষণে ফের আশ্বাস অনুপ্রবেশ রোখার। সুপ্রিম কোর্টে ফের পিছল আর জি কর মামলা। শুনানি হবে বৃহস্পতিবার। আশ্বাস ও কাজের ফারাক নিয়ে মুখ্যসচিবকে ফের চিঠি আন্দোলনকারীদের। উচ্চশিক্ষার জন্য কম সুদে ঋণ পড়ুয়াদের, মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুকরণে চালু পিএম বিদ্যালক্ষ্মী যোজনা। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম কুড়িরও বাইরে কোহলি।
হেডলাইন:
আরও শুনুন: 4 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- আর জি কর মামলায় চার্জ গঠন, ‘সরকার ফাঁসাচ্ছে’, দাবি অভিযুক্তের
আরও শুনুন: 5 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- পিছোল আর জি কর মামলা, বুধবার দিনের শুরুতেই সম্ভাবনা শুনানির
বিস্তারিত খবর:
1. ফের মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে পিছনে ফেলে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথে রিপাবলিকান নেতা। আমেরিকার ৭ নিরপেক্ষ প্রদেশের ৭টিতেই জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী, ট্রাম্পের উত্থানের পিছনে সবচেয়ে বড় কারণ অবশ্যই অভিবাসন নীতি। অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে শুরু থেকে সরব ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসছে বাইডেন শাসনে আমেরিকার দুর্বল অর্থনীতি এবং ট্রাম্পের ‘স্ট্রং ম্যান’ ভাবমূর্তি। একদিকে করোনা মহামারির পর মুদ্রাস্ফীতি, অন্যদিকে ইউক্রেন ও ইজরায়েলকে যুদ্ধে বিপুল সহায়তা দেওয়া, দুই কারণে ক্ষুব্ধ আমেরিকার বড় অংশের নাগরিকেরা। বাইডেনের দুর্বল বিদেশনীতিও ট্রাম্পের ক্ষমতায়ণের অন্যতম কারণ হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন বিজয়ী ভাষণে’ ‘সোনার আমেরিকা’র স্বপ্ন দেখালেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের প্রতিশ্রুতি, অনুপ্রবেশ সমস্যা থেকে ইউএফও রহস্য, যাবতীয় বিষয় সমাধান করবে তাঁর সরকার। ৫৩৮ আসন সংখ্যার মধ্যে ম্যাজিক ফিগার ছুঁতেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিদিনে তাঁর সাফল্য কামনা করার পাশাপাশি ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন মোদি।
2. সুপ্রিম কোর্টে ফের পিছল আর জি কর মামলার শুনানি। মঙ্গলবারের পর বুধবার সময় পিছিয়ে বিকেল ৩টেয় মামলা এজলাসে ওঠে, তবে শুনানি হয়নি। আদালতের তরফে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর দুটোয় এই মামলা শুনবে শীর্ষ আদালত। বৃহস্পতিবারই CBI-এর স্টেটাস রিপোর্ট দেখবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিকে আর জি কর মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়। যার জেরে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আগামী ১১ নভেম্বর এই মামলার শুনানি রয়েছে। এদিন শীর্ষ আদালতে সেই মামলায় স্থগিতাদেশের আবেদন জানানো হয়। তবে সে আবেদন গ্রাহ্য করেনি প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি রাজ্যের তরফে এই মামলার শুনানি পরের সপ্তাহে রাখার আবেদন জানানো হলেও তা মান্যতা পায়নি।
এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় তুলে ধরা আন্দোলনকারীদের ১০ দফা দাবির কতটা পূরণ হল, তার হিসেবনিকেশ নিয়ে টাস্কফোর্সের বৈঠক ডাকার আরজি জানাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রাজ্য সরকারের আশ্বাস ও কাজের মধ্যে ফারাক রয়েছে, দাবি করে ফের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।