ভালবেসে জনতা তাঁর নাম দিয়েছে, বলি-বাদশা। তা সেই বাদশার কাছে কোনও প্রশ্ন করা হলে, জবাবটা তো বাদশার মতোই হবে। সম্প্রতি এক ফ্যান শাহরুখ খানের কাছে তাঁর উপার্জনের কথা জানতে চেয়েছিলেন। রাখঢাক না করে, হাটের মাঝে তাই সত্যিটা বলেই দিয়েছেন স্বয়ং শাহরুখ। তা, সেই উত্তরটা নিশ্চয়ই শুনতে ইচ্ছে করছে? আসুন শুনে নিই।
পর্দায় রোমান্সের তিনি রাজা। আর পর্দার বাইরে এক দিলখোলা মানুষ। যাকে দেখে ভাল না বেসে পারা যায় না। হ্যাঁ, শাহরুখ খানের কথাই হচ্ছে। গত কয়েক দশক ধরে বাজিগরের যে-জাদুতে মুগ্ধ হয়ে আছে দুনিয়া, সেই রহস্যের যেন তল মেলে না। নব্বইয়ের দিনকাল পেরিয়ে এসে, এমনকী আজকের তরুণীরাও তাঁর প্রেমে পড়ে যান। এর কারণ যে ঠিক কী কী, তা তো তলিয়ে দেখতে হয়। তবে শাহরুখের একটা গুণ বিশেষ ভাবে চিহ্নিত করা যায়, যা সকলের কাছেই আকর্ষণীয়, তা হল ‘সেন্স অফ হিউমার’। রসবোধ। এই গুণে বহু মন জয় করেছেন তিনি। আর তাই যখন তিনি কোনও প্রশ্নের উত্তর দেন, তখন সেখানেও থাকে এমন রসবোধ ও বুদ্ধিমত্তার ছোঁয়া, যে, প্রশ্নের বাউন্সার কখন যে পরাজিত হয়ে বাউন্ডারির ওপারে গিয়ে পড়ে তার যেন হদিশ পাওয়া যায় না।
আরও শুনুন: রোল পেতে চাইলে করতে হবে ‘ফোন সেক্স’! রাধিকা আপ্তে-কে নির্দেশ পরিচালকের
বছরের শুরুতেই আবার ফ্যানেদের সঙ্গে কথা বলবেন বলে ঠিক করেছিলেন। টুইটারে তা জানিয়ে বলে দিয়েছিলেন, প্রশ্নের উত্তরে একটু মজা-মশকরাই হবে। বছরের গোড়াতেই বেশি সিরিয়াস বিষয় নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। তা সিরিয়াস হোক আর মজার, খোদ শাহরুখের সঙ্গে ভারচুয়ালি কথোপকথন হবে, এ কি কম কিছু! ফ্যানদের কাছে তো এ হল সুবর্ণ সুযোগ। একবার তো এক ‘জাবরা ফ্যান’ টুইটারে পাওয়া ‘রিপ্লাই’ ফটোফ্রেমে অব্দি বাঁধিয়ে রেখেছিলেন। এরকমই এক নয়া প্রশ্নোত্তর সেশনে আরও একবার ভক্তদের মন জয় করলেন শাহরুখ।
আরও শুনুন: বছরভর স্নানের থেকে সঙ্গম বেশি! মডেলের স্বীকারোক্তিতে অবাক নেটিজনরা
এক ফ্যান তাঁকে প্রশ্ন করেছিলেন, মাসে কত উপার্জন করেন? অর্থের নিরিখে এর উত্তর স্বাভাবিক ভাবেই প্রকাশ্যে দেওয়া সম্ভব নয়, উচিতও নয়। তবু ভক্তের কৌতূহল কি না মিটিয়ে পারেন নায়ক! অতএব সত্যিটা বলেই দিলেন। কী সেই সত্যি? শাহরুখ বলেন, প্রতিদিন যে অগাধ-অপরিমেয় ভালবাসা পাই, তাই-ই হল উপার্জন। ব্যস, এক উত্তরেই বাজিমাত। মানুষের ভালবাসাই তাঁকে শাহরুখ করেছে। এ সত্য তাঁর থেকে ভাল আর কে জানে! শাহরুখ-পুত্র আরিয়ান খান যখন ড্রাগ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়লেন, সেই পর্বে নানা কথা হচ্ছিল দেশ জুড়ে। বলাবলি হচ্ছিল যে, মানুষের যে-ভালবাসা দিয়ে একটু একটু করে তৈরি হয়েছিল শাহরুখ খানের দুনিয়া, সেই ভালবাসার দুনিয়া এতদিনে বদলে গিয়েছে। হয়তো বা! তবে সেদিনও জনতার প্রতি হাত জোড় করে মাথা ঝুঁকিয়েছিলেন তিনি! আর পরের জন্মদিনেই মন্নতের সামনে উদ্বেল জনসমুদ্র জানিয়ে দিল, ভালবাসার বদল হয় না। ধর্ম-রাজনীতি যার যার, শাহরুখ সব্বার। জনতার ঢল দেখিয়ে দিয়েছিল, শাহরুখ আছেন শাহরুখেই। আর তাই মানুষের ভালোবাসাই যে তাঁর শ্রেষ্ঠ অর্জন এবং উপার্জন, এ সত্যি শাহরুখ স্বয়ং ভুলবেন কী করে! ফ্যানকে দেওয়া উত্তর মনে করিয়ে দিল, ভালোবাসার এই ঋণ মনে রাখেন স্বয়ং বলি-বাদশাও!
Pyaar Beshumaar kamata hoon….har din https://t.co/pdsbvG8GAU
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023