শিরোধার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ । ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা মারিশদা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতির। বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখকে ঘটনার ৯ মাস পরে গ্রেপ্তার করল তদন্তকারীরা। ভূপতিনগর বিস্ফোরণে নয়া মোড়। ‘বাজি তৈরি করতেন স্বামী’, চাঞ্চল্যকর দাবি নিহতে স্ত্রীর। বহিরাগত অভিযোগে কুণালের গ্রেপ্তারির দাবি বিজেপির। এবার নির্মাণ ও ইমারত ভাঙায় নিষেধাজ্ঞা দিল্লিতে। নীতিপুলিশ বাহিনী প্রত্যাহারের ঘোষণা ইরানে। বাংলাদেশের কাছে লজ্জার হার ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 3 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ‘অধিকারী গড়’ নস্যাৎ করে ‘বেইমান’ মুক্ত মেদিনীপুরের ডাক অভিষেকের
বিস্তারিত খবর:
1. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ। ইস্তফা দিলেন মারিশদা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতি। শনিবার কাঁথির জনসভায় যাওয়ার পথে মারিশদা গ্রাম ঘুরে দেখেন অভিষেক। স্থানীয় মানুষরা তাঁকে পানীয় জলের সমস্যা ও এলাকায় জল জমার কষ্টের কথা জানান। এরপরই সভামঞ্চ থেকে তিন জনকে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারই প্রেক্ষিতে রবিবার তিন নেতার এই সিদ্ধান্ত। ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্র। যদিও স্থানীয় সূত্রে খবর, অভিষেকের নির্দেশ মেনে ইস্তফা দিতে আপত্তি তুলেছিলেন পঞ্চায়েত প্রধান ঝুনুরানি মণ্ডল। তাঁর যুক্তি ছিল, জনতার ভোটে তিনি প্রধান নির্বাচিত হয়েছেন। তাই দলের নির্দেশে কেন ইস্তফা দেবেন? পরে অবশ্য দলের নির্দেশই মেনে নেন তিনি। দলের সিদ্ধান্তই যে চূড়ান্ত, নিজেদের কাজে শেষ পর্যন্ত তা বুঝিয়ে দিয়েছেন তিন নেতাই।
2. বগুটুই কাণ্ডে এবার সিবিআইয়ের জালে অন্যতম অভিযুক্ত লালন শেখ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ভাদু শেখের মৃত্যুর পর বগটুই গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় উঠে এসেছিল লালন শেখের নাম। তার হদিশ পেতে তদন্ত শুরু করে সিবিআই। চার্জশিটেও নাম ছিল ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, “বগটুই কাণ্ডে দীর্ঘদিন ধরে লালন শেখের তল্লাশি চলছিল। ভিনরাজ্যে আত্মগোপন করেছিল সে। মনে করা হচ্ছে, টাকা শেষ হয়ে যাওয়ায় গ্রামে ফিরেছিল লালন শেখ।” কলকাতা হাই কোর্টের নির্দেশে বর্তমানে বগটুই এবং ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই সময় থেকেই লালন শেখের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। কিন্তু হদিশ মিলছিল না তার। ঘটনার ৯ মাস পর অবশেষে সিবিআইয়ের জালে ধরা পড়ল বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।