দত্তপুকুর কাণ্ডে সাসপেন্ড আইসি ও ওসি। ক্যাবিনেট বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর। আতসবাজির বদলে ডাক সবুজ বাজি তৈরির। CBI ও NIA তদন্তের দাবিতে দায়ের জনস্বার্থ মামলা। বিধানসভায় মমতার বিবৃতি দাবি শুভেন্দুর। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন কবে? টিএমসিপি-র সভা থেকে ইঙ্গিত তৃণমূল নেত্রীর। যাদবপুরে ‘গোলি মারো’ স্লোগান কাণ্ডে গ্রেপ্তারির নির্দেশ মমতার। বিশ্ব মঞ্চে ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতলেন সোনা। নীরজকে শুভেচ্ছা মোদি-মমতার।
হেডলাইন:
আরও শুনুন: 27 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- দত্তপুকুর বাজি বিস্ফোরণে মৃত অন্তত ৮, NIA তদন্তের দাবি বিজেপির
বিস্তারিত খবর:
1. একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে তাঁর উষ্মা, ‘IC কি ঘুমোচ্ছিলেন?’ কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে দত্তপুকুরের আইসি এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে।
গত মে মাসে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছিলেন ১০ জনেরও বেশি। তারপরেই ক্লাস্টার তৈরি করে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি তৈরির কারখানা খোলা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বেআইনি বাজি কারখানা খুললে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তা সত্ত্বেও ফের এগরা কাণ্ডের পুনরাবৃত্তিতে প্রাণ গেল ৯ জনের। আর এই ঘটনায় কাঠগড়ায় পুলিশ-প্রশাসন। এরপরই ক্যাবিনেট বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোমবার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকেও এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। আতসবাজির বদলে সবুজ বাজি তৈরি করা হোক, এদিনের মঞ্চ থেকে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নেই বলেই বিভিন্ন সংগঠনের মধ্যে গোলযোগ। এই অভিযোগেই বারবার রাজ্যে ছাত্রভোটের দাবি উঠেছে। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে সেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একাধিকবার বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে উদ্যোগী তাঁরা। এবার এই ইস্যুতে তৎপর মমতাও। তবে বহিরাগতরা যাতে এই নির্বাচনে কোনও অশান্তি করতে না পারে, সেদিকে কড়া নজর রাখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন নেত্রী।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার প্রেক্ষিতে ছাত্র সংসদগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, ছাত্র ভোট হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ দখলে ঝাঁপিয়ে পড়তে হবে। এরপরই ইউনিট প্রেসিডেন্ট হিসেবে রাজন্যা হালদারকে দায়িত্ব দেওয়া হয়। তখনই জল্পনা উস্কেছিল, এবার বোধহয় ছাত্রভোট হবে। সোমবার সেই ইঙ্গিত আরও বাড়ালেন তৃণমূল নেত্রী। এদিকে বিজেপির ‘যাদবপুর বাঁচাও’ মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান নিয়েও এবার মুখ খুললেন তিনি। যারা এই স্লোগান দিয়েছে, তাদের সকলকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।