নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। এবার CBI স্ক্যানারে স্কুল-কলেজের ৯ ‘মিডলম্যান’ শিক্ষক। দুবরাজপুরে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। করোনা মোকাবিলায় নয়া পদক্ষেপ। ন্যাজাল ভ্যাকসিনের দাম জানাল স্বাস্থ্যমন্ত্রক। ভাঙল ১৮ বছরের রেকর্ড! ‘উষ্ণ’ ডিসেম্বরে বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি।
হেডলাইন:
আরও শুনুন: 25 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ‘বাংলার দত্তকপুত্র’ হিসাবে দিলেন পরিচয়, রাজ্যের প্রশংসায় রাজ্যপাল
বিস্তারিত খবর:
1. নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে এবার সিবিআইয়ের স্ক্যানারে মধ্য়স্থতাকারী শিক্ষক-শিক্ষিকারা। অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগের সুপারিশ করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। আপাতত নিয়োগ দুর্নীতিতে ধৃত ও তাদের ঘনিষ্ঠদের জেরা করে এমন ৯ জন শিক্ষক-শিক্ষিকার তালিকা তৈরি করেছে সিবিআই। সূত্রের খবর, দ্রুত তাদের তলব করা হবে। ইতিমধ্যে প্রসন্ন রায়-সহ একাধিক মিডলম্যানকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাদের জেরা করে চক্রের বাকিদের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। এদিকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের গ্রেপ্তারির পর তাঁর ভাগ্নী ও আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকেও ডেকে পাঠিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জেরায় তাঁরা দাবি করেন, স্কুল-কলেজে কর্মরত বহু শিক্ষক-শিক্ষিকা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাদের সুপারিশে চাকরি পেয়েছে অনেকে। এরপরই ৯ জন সন্দেহভাজন শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা তৈরি করেছে সিবিআই। তাঁদের মধ্যে ৫ জন কলেজ ও ৪ জন স্কুলে কর্মরত বলে খবর। দ্রুত তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে বলে জানিয়েছে সিবিআই।
2. আদালতে স্বস্তি অনুব্রত মণ্ডলের। এবার খুনের চেষ্টার মামলায় জামিন পেলেন তিনি। দুবরাজপুরের তৃণমূল নেতা, প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগে নতুন করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল দুবরাজপুর থানায়। গত সপ্তাহে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগে শিবঠাকুর মণ্ডল নিজেই তাঁর বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই হেফাজতে আসানসোল জেলে থাকা অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর থানার লকআপে নিয়ে যাওয়া হয়। ৭ দিন তিনি সেখানেই ছিলেন। মঙ্গলবার ফের আদালতে পেশ করা হলে তৃণমূল নেতাকে আরও সাতদিনের হেফাজতে চায় দুবরাজপুর পুলিশ। অন্যদিকে নিজের মক্কেলের জন্য আদালতে জামিনের আরজি জানান অনুব্রতর আইনজীবী। যার বিরোধিতায় আদালতে সরব হন সরকার পক্ষের আইনজীবী। কিন্তু তাদের আপত্তিতে আমল না দিয়ে অনুব্রতর জামিন মঞ্জুর করে দেন বিচারক। তবে ২৪ ফেব্রুয়ারি ফের দুবরাজপুর আদালতে অনুব্রতকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।এই মামলার জেরে অনুব্রতর দিল্লি-যাত্রা আটকে গিয়েছিল। তবে জামিন পাওয়ার পর সেই বাধা কাটল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।