তিলজলায় শিশুকন্যাকে ধর্ষণ-খুনে দোষীকে ফাঁসির সাজা। ‘বিরলতম হত্যাকাণ্ড’, ১৮ মাসের মধ্যে রায় শোনাল পকসো আদালত। সুপ্রিম নির্দেশ মেনে দ্রুত চালু হবে ‘রাত্তিরের সাথী’। পুর্নগঠন রোগীকল্যাণ সমিতিরও। মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পূরণ হয়নি অনেক দাবি। ছাত্র ভোট-সহ ৭ দফা ইস্যুতে মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের। দিলেন মহালয়ার ভোর ও অষ্টমীর রাত দখলের ডাক। মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’ নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি। রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 24 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তায় জোর, বৈঠকে মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. তিলজলায় ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। ১৮ মাসের মধ্যেই সাজা ঘোষণা আলিপুর পকসো আদালতের। দোষীর সমস্ত সাফাই উড়িয়ে এই ঘটনাকে ‘বিরলতম, নিষ্ঠুর হত্যাকাণ্ডে’র তকমা দিয়ে রায় শুনিয়েছেন বিচারক।
২০২৩ সালের ২৬ মার্চে নিখোঁজ হয়েছিল তিলজলা থানা এলাকার বাসিন্দা ওই শিশুকন্যা। পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করায় বিক্ষোভ দেখায় জনতা। চাপে পড়ে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত অলোক কুমার সাউ-এর বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। মেয়েটিকে বাড়িতে ডেকে ধর্ষণের পর খুন করা হয়েছে, এই অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনমাসের মধ্যে চার্জশিট পেশ করা হয়। এবার দোষীকে ফাঁসির সাজা শোনালেন আলিপুর পকসো আদালতের বিচারক।
2. রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির প্রিন্সিপাল ও সুপারদের সঙ্গে মেগা বৈঠকে একাধিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টের সংশোধনের নির্দেশ মেনেই দ্রুত চালু হবে রাজ্য সরকারের প্রকল্প ‘রাত্তিরের সাথী’, ঘোষণা মমতার। একইসঙ্গে ভেঙে দেওয়া হল রোগী কল্যাণ সমিতি। এবার থেকে সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন অধ্যক্ষ বা সুপার। এছাড়াও কমিটিতে থাকবেন একজন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স ও একজন জনপ্রতিনিধি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন হাসপাতালগুলোর নিরাপত্তায় ১০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক চালুর নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের কাছে রাখতে হবে হাসপাতালে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার, বিল্ডিংয়ের কাজের দায়িত্বে থাকা শ্রমিকদের সকলের নথি। সব মিলিয়ে নিরাপত্তা আঁটসাঁট করতে মরিয়া রাজ্য।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।