আর জি কর কাণ্ডে সন্দীপ-ঘনিষ্ঠ সুশান্তকে তলব, পোস্টমর্টেমে থাকা অপূর্বকে জিজ্ঞাসাবাদ CBI-এর। সুপ্রিম শুনানির আগে আইনজীবী বদল নির্যাতিতার। সংসদে জোড়া স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পেতে পারে মমতার দল। পুজোর মুখে ফের দুর্যোগের ভ্রূকুটি। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিতে ভাসবে বাংলা-বিহার-ওড়িশা। পূর্বাভাস হাওয়া অফিসের। আইসিসির ক্রমতালিকায় দাপট ভারতের। বোলিং-এর শীর্ষে অশ্বিন, অলরাউন্ডারদের তালিকায় সেরা জাদেজা। দুবছর পর টেস্টে ফিরেই প্রথম দশে পন্থ।
হেডলাইন:
আরও শুনুন: 24 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তায় জোর, বৈঠকে মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়কে তলব করল সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, আইএমএর শিলিগুড়ি শাখার বরখাস্ত সম্পাদকের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে, পাশাপাশি তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের চেষ্টার মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর নামে। আর জি কর কাণ্ডের জেরে সামনে এসেছে উত্তরবঙ্গ লবির প্রভাব, আর সুশান্ত সেই লবির অন্যতম মাথা বলেই দাবি একাংশের। এদিকে আর জি কর হাসপাতালের মর্গের এক কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব সিবিআই-এর। তরুণী চিকিৎসকের ময়নাতদন্তকারী দলের সদস্য চিকিৎসক অপূর্ব বিশ্বাস বুধবারও হাজিরা দিয়েছেন সিবিআই দপ্তরে। এই নিয়ে পর পর তিনদিন সিজিও কমপ্লেক্স হাজিরা দিলেন তিনি।
অন্যদিকে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে আইনজীবী বদল করলেন নিহত চিকিৎসকের বাবা-মা। বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে এবার তাঁদের হয়ে লড়বেন বিখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভার। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যিনি মামলা লড়েছেন এর আগে। জানা গিয়েছে, আর জি করের নির্যাতিতার হয়ে লড়াই করতে কোনও পারিশ্রমিক নেবেন না তিনি।
2. সংসদে গুরুত্ব বাড়ছে তৃণমূলের। জোড়া স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাণিজ্য এবং রাসায়নিক ও সার দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তৃণমূলের জন্য বরাদ্দ করা হবে বলে জানা যাচ্ছে। তবে, তৃণমূলের সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সচিবালয়ের পক্ষ থেকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য যোগাযোগ করা হতে পারে শীঘ্রই। অতীতে একাধিকবার দেখা গিয়েছে, সংখ্যা বলে সংসদের স্থায়ী কমিটিগুলিতে ব্রাত্য রাখা হচ্ছে বিরোধীদের। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার ফলে অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হাতছাড়া হতে চলেছে। এই পরিস্থিতিতে একসঙ্গে দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ মিলতে পারে ঘাসফুল শিবিরের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।