মোদির মুকুটে নয়া পালক। মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী। জরুরি অবস্থার ৪৮তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে তোপ মোদি-শাহর। রাজ্যে বড়সড় রেল দুর্ঘটনা। বাঁকুড়ার ওন্দায় সংঘর্ষ দুই মালগাড়ির, বাতিল বহু ট্রেন। ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা নওশাদের। মেদিনীপুরে বোমা বাঁধতে গিয়ে গ্রেপ্তার যুবক। বন্যাবিধ্বস্ত অসমে ২৪ ঘণ্টায় মৃত ৩। ঘরছাড়া ৪ লক্ষ। ভোট আবহে রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে। আরও অনিশ্চিত কুস্তিগিরদের ভবিষ্যৎ। ১১ জুলাই হচ্ছে না ভোট।
হেডলাইন:
আরও শুনুন: 23 জুন 2023: বিশেষ বিশেষ খবর- চব্বিশে একসঙ্গে লড়বে ১৭ বিরোধী দল, সিদ্ধান্ত বৈঠকে, কটাক্ষ শাহের
বিস্তারিত খবর:
1. প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক। এবার মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর হাতে এই সম্মান তুলে দেন প্রেসিডেন্ট আবদেল আল ফাট্টা সিসি। মার্কিন সফর শেষ করে দু’দিনের জন্য মিশর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম ভারতীয় হিসাবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী। এই সফরে বিখ্যাত আল হাকিম মসজিদেও গিয়েছেন প্রধানমন্ত্রী। এই সফরে ভারতের সঙ্গে একাধিক মউও সই করেন মিশরের প্রেসিডেন্ট। অন্যদিকে দেশে জরুরি অবস্থা জারির ৪৮তম বার্ষিকীতে ফের টুইটে সরব হলেন মোদি। সরাসরি আক্রমণ শানালেন কংগ্রেসকে। মোদির কথায়,”জরুরি অবস্থার অন্ধকার দিন যাঁরা প্রতিরোধ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। জরুরি অবস্থা আমাদের ইতিহাসের অবিস্মরণীয় এক কালো অধ্যায়। সাংবিধানিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।” সেই সুরে সুর মিলিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। একইসঙ্গে রবিবার কংগ্রেসকে কটাক্ষ করে জরুরি অবস্থা নিয়ে টুইট করেছেন রাজনাথ সিং, স্মৃতী ইরানি, হরদীপ সিং পুরি-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কংগ্রেস-সহ বিরোধীদের কটাক্ষ, যে মোদি জরুরি অবস্থার নিন্দা করছেন, তাঁর বিরুদ্ধে অলিখিত জরুরি অবস্থা জারির অভিযোগ গোটা ভারতের আমজনতার।
2. ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। এবার বাঁকুড়ার ওন্দায় দুই মালগাড়ির সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা। রবিবার সকালে একটি মালগাড়িকে পিছন থেকে আসা আরেকটি মালগাড়ি ধাক্কা দেয়। সংঘর্ষের জেরে দু’টি মালগাড়িরর ১৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। গুরুতর জখম হন দুই চালক। ঘটনার জেরে আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলও ব্যাহত হয়ে পড়ে। বাতিল হয় বহু ট্রেন।
দুর্ঘটনার দায় মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষও। এ প্রসঙ্গে আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার বলেন, “চালকের ভুলেই এই দুর্ঘটনা। মনে হয়, ওঁর চোখ লেগে এসেছিল। তাই হয়তো চালক সিগন্যাল দেখতে পাননি।” তিনি আরও জানিয়েছেন, এদিন দুর্ঘটনার সময় সিগন্যাল লাল ছিল। কারণ ওই একই লাইনে অন্য মালগাড়ি দাঁড়িয়ে ছিল। সিগন্যাল না দেখেই পিছন থেকে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিতে ধাক্কা মারেন চালক। তবে ঘটনায় রাজনৈতিক চাপানউতোর ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘটনার নেপথ্যে তৃণমূল জড়িত থাকতে পারে বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে বিজেপির এই দাবিকে আমল দিতে নারাজ তৃণমূল। পরপর দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত বলেই মনে করছেন শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।