নরেন্দ্র মোদির উত্তরসূরি কে? বিশেষজ্ঞ মহলে এই প্রশ্ন হামেশাই ওঠে, স্রেফ উত্তর মেলে না। নানা মুনির নানা মত ভেসে আসে। তবে সদ্য ভাইরাল কুম্ভের এক সাধু এই নিয়ে ভবিষ্যদবাণী করলেন। জানিয়ে দিলেন মোদির পর কে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। কার নাম বললেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
কুম্ভমেলায় নজর কেড়েছেন আইআইটি বাবা! স্রেফ চাকরি ছেড়ে সাধুর জীবন বেছে নেওয়ার জন্য নয়, বরং বিভিন্ন বিষয়ে অদ্ভুতুড়ে দাবি করার জন্য। ভাইরাল হওয়ার পর থেকেই নানা বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। এবার প্রধানমন্ত্রী মোদির উত্তরসূরি কে, সেই খোঁজও দিলেন জনপ্রিয় আইআইটি বাবা!
:আরও শুনুন:
এত রিল কেন! কুম্ভের রিল-এ-রেসে রেগে আগুন হিন্দু ধর্মগুরু
কুম্ভ যেন সাধুদের মিউজিয়াম। কুম্ভমেলা যেন সাধুদের মিউজিয়াম! হরেক রঙের, হরেক ঢঙের, সাধুর ছড়াছড়ি। কারও মাথায় আস্ত বাগান, কেউ পরেছেন ৪৫ কেজি রুদ্রাক্ষ মালা, কেউ আবার আইআইটি পাস আউট! সাধুদের সাতকাহনে জমজমাট কুম্ভ। ভাইরাল কনটেন্টের কমতি নেই! সাধুদের জীবন তো বটেই, তাঁদের আচার আচরণও আলাদাভাবে নজর কাড়ছে সবার। এই দৌড়ে ‘আইআইটি বাবা’ তথা অভয় সিং অনেকটা এগিয়ে রয়েছেন। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, তাঁকে কুম্ভ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই খবরে অবশ্য জল ঢেলেছেন বাবা নিজেই! দাবি করেছেন সবটাই ভুয়ো, রটনা। এরপর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। কখনও বলেছেন তাঁর সঙ্গে মহাদেবের সরাসরি যোগের কথা, কখনও আবার নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন ‘আমিই কল্কি’। নেটদুনিয়ায় এইসবকিছুই ভাইরাল হয়েছে। তাতে কেউ বলেছেন পাগলের প্রলাপ, কেউ বলেছেন নেশার মায়া। সবমিলিয়ে কুম্ভের আবহে আইআইটি বাবা অন্যতম চর্চার বিষয়। এই সাধুই এবার মোদি সম্পর্কে মন্তব্য করলেন।
:আরও শুনুন:
‘বদনাম’ ঘুচিয়ে আধ্যাত্মিক পথে ওয়ো, অযোধ্যা-পুরীতে খুলছে নতুন ৫০০ হোটেল
যদিও নেতিবাচক কিছু নয়। তাঁর দাবি, মোদির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আমরা যোগী আদিত্যনাথকে দেখতে চলেছি। সেক্ষেত্রে নরেন্দ্র মোদির জায়গা হবে রাষ্ট্রপতির কুরসিতে। অর্থাৎ প্রধানমন্ত্রী পদ থেকে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হবেন মোদি। আর দেশের রাশ থাকবে যোগী আদিত্যনাথের হাতে। এই সম্ভাবনার কথা যে এর আগে কেউ বলেনি তা নয়, তবে জোর গলায় দাবি করেছেন কেউ, এমনটা শোনা যায় না। তবে আইআইটি বাবা একপ্রকার নিশ্চিত হয়েই যেন এই কথা বলেছেন। এর আগে টি-টিয়োন্টি বিশ্বকাপে ভারতে জয় নিয়ে মন্তব্য করেছেন এই সাধু। তাতে জোর বিতর্ক হয়েছিল। এবার ভবিষ্যদ্বাণীও করলেন। তাতেও আলোচনা জমবে ভালোই, মনে করছে ওয়াকিবহাল মহল।