দুর্নীতিতে সমর্থন নয়- পার্থর গ্রেপ্তারির আবহে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গুরুতর অসুস্থতা নেই এসএসসি দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণ দ্রৌপদী মুর্মুর। শিক্ষাক্ষেত্রে ১৮ হাজার শূন্যপদ নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। এসএসসি দুর্নীতিতে তৃণমূলকে নিশানা মহম্মদ সেলিমের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কংগ্রেসের চার সাংসদ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. SSC নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই আবহেই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বঙ্গসম্মান প্রদানের মঞ্চ থেকে তিনি জানান, ”দুর্নীতিকে সাপোর্ট করা আমার নেশা বা পেশা নয়। আমি ১ লক্ষ টাকা করে পেনশন পাই। মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন পেতে পারি। কিন্তু ১ পয়সাও নিই না। আজকে আমি সত্যিই দুঃখিত, মর্মাহত ও শোকাহত। কেউ কখনও কখনও ভুল করতেই পারে।” এদিন তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, “জেনেশুনে আমি কখনও কোনও অন্যায় করিনি। রাজনীতি স্রেফ সুবিধার জন্য নয়, কাজের জন্য।” তবে দুর্নীতিগ্রস্ত নেতা বা মন্ত্রীর পাশে যে তাঁর সরকার থাকবে না এদিন কার্যত তা স্পষ্ট করে দেন মমতা। গত শনিবার ইডি-র তল্লাশিতে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার হয়। ধৃত অর্পিতার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে লাগাতার প্রচারে নেমেছে বিরোধীরা। এর জবাবও এদিনের মঞ্চ থেকে দিয়েছেন মমতা। তিনি বলেন, “আমি চাই বিচার হোক, দ্রুত সত্যটা সামনে আসুক। কেউ দোষী প্রমাণিত হলে তাঁর যদি যাবজ্জীবন কারাদণ্ডও হয় তাতেও কিছু মনে করব না। কিন্তু কেন আমার ছবি ব্যবহার করছেন টাকার পাহাড়ের সঙ্গে? আমি কারও পয়সায় খাই না। ওই কোটি টাকা উদ্ধার হওয়া মহিলাকে চিনি না।” যদিও তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধীপক্ষের দাবি, ঘুরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।
2. একাধিক ক্রনিক সমস্যা থাকলেও গুরুতর কোনও অসুস্থতা নেই পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর শারীরিক পরীক্ষার পর এমনটাই জানাল ভুবনেশ্বর এইমস। পার্থ চট্টোপাধ্যায়ের এসএসকেএম-এ ভর্তির বিরোধিতা করে রবিবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই মামলায়, ভুবনেশ্বর এইমসের চিকিৎসকদের দিয়ে পার্থর শারীরক অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেইমতো সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। একাধিক শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, শারীরিক কয়েকটি জটিলতা থাকলেও, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। এরপরই এই রিপোর্ট নিয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি। অন্যদিকে একই দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কেও এদিন ইডি-র বিশেষ আদালতে পেশ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, তদন্তের স্বার্থে দুই ধৃতকেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি। দুজনকে মুখোমুখি বসিয়ে ইডি জেরা করতে চায় বলেই জানা গিয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।