ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজো। শ্রীভূমি-সহ উত্তরের ৩ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর। ‘রাস্তা যেন বন্ধ না হয়’, সুজিত বসুকে হুঁশিয়ারি মমতার। মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলে গেল নতুন টালা ব্রিজ। স্থায়ী পুনর্বাসনের দাবি গৃহহীনদের। বাড়ি তৈরির জন্য রেলের জমি কিনতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। DA মামলায় হাই কোর্টে ধাক্কা রাজ্যের। রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে জানাল ডিভিশন বেঞ্চ। শান্তিনিকেতন হত্যাকাণ্ডে নয়া মোড়। প্রতিবেশী খুদেকে খুনের কথা স্বীকার ধৃত রুবি বিবির। হিজাব কাণ্ডের প্রতিবাদে উত্তাল ইরান। পুলিশি গুলি, নির্যাতনে মৃত ৯ বিক্ষোভকারী।
হেডলাইন:
আরও শুনুন: 21 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- খারিজ জামিনের আবেদন, পুজো জেলেই কাটবে পার্থ-অনুব্রতর
বিস্তারিত খবর:
1. ইউনেস্কোর বিশেষে স্বীকৃতির আবহে শুরু হয়ে গেল চলতি বছরের দুর্গাপুজো। মহালয়ার তিনদিন আগেই কলকাতার বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর হাতেই খুলে গেল সল্টলেকের এফডি ব্লক ও টালা পার্ক প্রত্যয়ের পুজোমণ্ডপের দরজা। শ্রীভূমির পুজো উদ্বোধন করে মূল উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “পুজো শুরু হয়ে গেল ঠিকই। তবে সুজিতবাবুকে আমি বলতে চাই, রাস্তা যেন বন্ধ না হয়। কেউ এই পুজোর ভিড়ে বিমান ধরতে যেতে পারছে না, এমন যেন না হয়।” পরে মঞ্চে উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা খেয়াল রাখবেন যাতে রাস্তা বন্ধ না হয়। হলে কিন্তু ‘বিশ্ববাংলা শারদ সম্মান’টা ঘ্যাচাং ফুঁ করে দেব।” সুজিত বসুর বিগ বাজেটের পুজোর দরুন উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী রাস্তা ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজট হয়ে থাকে। এবছর যাতে সেই সমস্যা না হয়, তার জন্য আগাম সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
2. পুজোর আগে শহরবাসীর জন্য বড় উপহার। নতুন টালা ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগেই যান চলাচল শুরু হল ‘হেমন্ত সেতু’তে। চার লেনের ব্রিজে এখনই ভারী গাড়ি চলাচল করবে না। পরে সেতুর স্বাস্থ্যপরীক্ষা, ভারবহনের ক্ষমতা পরীক্ষা করে তবে পণ্যবাহী গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিকে ব্রিজ উদ্বোধনের আগেই এদিন পুনর্বাসনের দাবিতে পথে নামে ব্রিজের নিচ থেকে উচ্ছেদ করা পরিবারগুলি। অভিযোগ, তিন বছর কেটে গেলেও তাঁদের স্থায়ী ঠিকানা মেলেনি। তাই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কাছে নিজের আবেদন পৌঁছে দেওয়ার জন্যই মানববন্ধন করেন তাঁরা। তাঁদের আরজিতে সাড়া দিয়ে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, টালা ব্রিজ সংলগ্ন রেলের জমিটি কিনতে চায় রাজ্য। সেই জমিতেই ওই এলাকার ১৪৫ টি গরিব পরিবারকে বাড়ি বানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। মঞ্চে উপস্থিত ডিআরএমের কাছে ওই জমি কেনার আবেদন জানান মমতা। পাশাপাশি এই সংক্রান্ত সমস্ত কাজ দেখার জন্য এদিন ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।