‘ডোমেস্টিক ভায়োলেন্স’ শব্দটি এখন আর অচেনা নয় কারও কাছেই। মিডিয়া এবং সোশাল মিডিয়ার দৌলতে সবসময় আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না গৃহহিংসার ঘটনা। কিন্তু গৃহহিংসার পরিপ্রেক্ষিতে কী কী আইনি সুবিধা পেতে পারেন নির্যাতিতারা, সে কথা স্পষ্ট নয় অনেকের কাছেই।
লকডাউন পরিস্থিতিতে গোটা বিশ্ব জুড়ে অস্বাভাবিক হারে বেড়েছে পারিবারিক হিংসার ঘটনা। মনোবিদ, নারী-অধিকার বা মানবাধিকার কর্মীরা বারবার উদ্বিগ্ন হয়ে সে কথা জানিয়েছেন। তবে লকডাউন হোক বা না-হোক, গৃহহিংসা অনেক মেয়ের জীবনেই একটি লুকিয়ে রাখা সত্য। অনেকেই এ ঘটনা মুখ বুজে মেনে নিয়ে জীবন কাটিয়ে দেন। কেননা লোকলজ্জার ভয়। কেউ আবার সহ্য করেন, অন্য আশ্রয় না থাকার কারণে, কেউ আর্থিক ভাবে স্বাবলম্বী না হওয়ার দরুন। কিন্তু জানেন কি, কেউ সমর্থন করুক বা না-করুক, এই পরিস্থিতিতে পড়লে আইন হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় সহায়?
আরও শুনুন: Child Abuse: আপনার শিশুকে যৌন হেনস্তার হাত থেকে বাঁচাবেন কীভাবে?
গৃহহিংসা থেকে মেয়েদের রক্ষা করতে ২৬ অক্টোবর, ২০০৬ তারিখ থেকে কার্যকরী হয়েছে ‘পারিবারিক নির্যাতন থেকে নারীদের সুরক্ষা আইন’। কিন্তু আইন আছে এটা জানা যেমন জরুরি, তেমনই আইনের সুবিধা নিতে হলে প্রথমেই জেনে নিতে হবে, আইন অনুযায়ী কোন কোন আচরণ পারিবারিক নির্যাতনের আওতায় পড়ে।
আরও শুনুন: বধূ নয়, শুধু মা… সাহসী পরিচয় স্বীকারেই ব্যতিক্রমের নাম Nusrat
প্রথমত, যদি মহিলার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করা হয়, বা করার চেষ্টা করা হয়। এই তালিকায় থাকছে শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, মানসিক নির্যাতন, মৌখিক ও ইমোশনাল নির্যাতন এবং আর্থিক নির্যাতন। মৌখিক ও ইমোশনাল নির্যাতন বলতে বোঝানো হয়েছে কটূক্তি বা অপমান করা, অপবাদ দেওয়া, সন্তান না থাকা বা পুত্রসন্তানের জন্ম না দিতে পারা নিয়ে বিদ্রুপকে। আর আর্থিক নির্যাতন হল মহিলার অর্জিত বা প্রাপ্য অর্থ, বিষয়সম্পত্তি, স্ত্রীধন, চাকরির বেতন ইত্যাদি দখল বা নিয়ন্ত্রণ করা। এমনকি মহিলা এবং তার সন্তানের জন্য যা যা প্রয়োজন, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস, খোরপোষ না দেওয়াও নির্যাতন বলেই গণ্য হবে।
দ্বিতীয়ত, যদি মহিলা ও তাঁর পরিবারের কোনও সদস্যের কোনওরকম হেনস্থা বা ক্ষতি করা হয়। যদি তাঁদের ফাঁদে ফেলে বেআইনিভাবে অর্থ, সম্পত্তি দাবি করা হয়, তাও পড়বে পারিবারিক নির্যাতনের আওতায়।
তৃতীয়ত, মহিলা ও তাঁর পরিবারের সদস্যকে ভয় দেখানো বা হুমকি দেওয়া-ও পারিবারিক নির্যাতন।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।