বেআইনি বাজি ব্যবসা রুখতে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ল নবান্ন। জোর বাজি কারখানার নিরাপত্তাতেও। তদন্তে জড়াবে না ইডি-সিবিআই। শর্তসাপেক্ষে বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর, বিস্ফোরক দাবি জয়প্রকাশের। পুরনিয়োগ মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ নয়। নতুন করে হিংসা ছড়াল মণিপুরে। সবুজ-মেরুন জার্সি পরায় ইডেনে ঢুকতে বাধা সমর্থকদের। বিতর্কে এবার মুখ খুলল কেকেআর। নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার অভিনেতা আদিত্য সিং রাজপুতের মৃতদেহ।
হেডলাইন:
আরও শুনুন: 21 মে 2023: বিশেষ বিশেষ খবর- বিকল হয়ে ঠায় দাঁড়িয়ে হাওড়া-পুরী বন্দে ভারত, ক্ষুব্ধ যাত্রীরা
আরও শুনুন: 20 মে 2023: বিশেষ বিশেষ খবর- ‘জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য’, সাড়ে ৯ ঘণ্টা পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে প্রতিক্রিয়া অভিষেকের
বিস্তারিত খবর:
1. মহেশতলা, এগরা, বজবজ, দুবরাজপুর। একের পর এক প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনায় বাড়ছে আতঙ্ক। এগরার বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জন, বজবজে ৩ জনের মৃত্যুর পর এদিন বীরভূমের দুবরাজপুরে এক তৃণমূল নেতার নির্মীয়মাণ বাড়িতেও বিস্ফোরণ হয়েছে। বেআইনি বাজি কারখানা নিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়েছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে রাজ্যের বাজি শিল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা করেছে নবান্ন। মন্ত্রিসভার বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, মুখ্যসচিব ছাড়াও কমিটিতে থাকবেন অর্থ, দমকল, পরিবেশ, নগরোন্নয়ন ও স্বরাষ্ট্র দপ্তরের সচিবও। রাজ্যের কোন কোন জেলায় বাজি কারখানা রয়েছে, এর মধ্যে কোনগুলি আইনি ও কতগুলি অবৈধ কারখানা, কোন কারখানায় কত জন কাজ করেন তার খতিয়ানও তৈরি করবে এই কমিটি। দু’মাস পর মন্ত্রিসভার কাছে রিপোর্ট জমা করবে কমিটি। তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বাজি কারখানায় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা, গ্রিন বাজি তৈরিতে জোর দেওয়া, এই বিষয়গুলিতেও জোর দিচ্ছে রাজ্য সরকার। এদিকে এদিন বজবজের ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। যদিও পরে সেই সিদ্ধান্ত বাতিল করে মাঝপথ থেকে ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. একাধিক দুর্নীতিতে নাম জড়ালেও কেন একবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করছে না ইডি- সিবিআই? বারবার এই প্রশ্নে সরব হয়েছে তৃণমূল শিবির। এবার সেই ইস্যুতেই প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বিস্ফোরক দাবি, তদন্ত ও জেলযাত্রার হাত থেকে বাঁচতেই বিজেপিতে যোগ দেন শুভেন্দু, আর সেই ঘটনার সাক্ষী তিনি নিজেই। সোমবার কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, মুকুল রায়কে ব্যবহার করে তৃণমূলকে ভেঙে ফেলতে চেয়েছিল বিজেপি। দীর্ঘ আলোচনার পর ২০২০ সালের ৫ নভেম্বর কলকাতার একটি পাঁচতারা হোটেলে অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। জয়প্রকাশের দাবি, শুভেন্দু অধিকারী বারবার প্রশ্ন করেছিলেন, “আমার ব্যাপারটা ঠিক হয়ে গিয়েছে তো?” কৈলাস বিজয়বর্গীয় আশ্বস্ত করে বলেছিলেন, “অমিতজি আছেন তো। কোনও চিন্তা নেই।” তৃণমূল নেতার দাবি, ৫ নভেম্বর কলকাতার হোটেলে চুক্তিপত্রে সই হয়। ওইদিন ঠিক হয়ে যায়, ইডি-সিবিআই কেউ শুভেন্দুর কিছু করবে না। এরপর ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ছাড়েন শুভেন্দু। ১৬ ডিসেম্বর ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। ১৯ ডিসেম্বর যোগ দেন বিজেপিতে। এদিন নারদার ভিডিও প্রকাশের ঘটনায় নিজের দায়ও স্বীকার করে নিলেন জয়প্রকাশ মজুমদার।
এদিকে এদিনই ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ তুলে রাজ্যের টাকা আটকাতে কেন্দ্রকে চিঠি দিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতার অভিযোগ, অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের মতোই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার নাম বদলে বঙ্গ মৎস্য যোজনা করেছে রাজ্য। এই অভিযোগের পালটা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।