সিবিআই-এর তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজির অভিষেক। ২০০০ টাকার নোট বাতিল নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। মদন মিত্রের অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ এসএসকেএম কর্তৃপক্ষের। ঘটনায় পদত্যাগের হুঁশিয়ারি বিধায়কের। এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। গরুপাচার মামলায় আরও বেকায়দায় অনুব্রতর দেহরক্ষী। দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের কুরসিতে সিদ্দারামাইয়া।
হেডলাইন:
আরও শুনুন: 19 মে 2023: বিশেষ বিশেষ খবর- এবার বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট, বিজ্ঞপ্তি রিজার্ভ ব্যাংকের
আরও শুনুন: 18 মে 2023: বিশেষ বিশেষ খবর- এগরা বিস্ফোরণে এখনই নয় NIA তদন্ত, শুভেন্দুর আরজি খারিজ করে রায় আদালতের
বিস্তারিত খবর:
1. সিবিআই-এর তলব পেয়ে ক্ষোভ উগরে দিলেও তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রতিশ্রুতি মতোই শনিবার সকালে নিজাম প্যালেসে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা নিজাম প্যালেস। এদিন টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরোন অভিষেক। বেরিয়ে তিনি বলেন, এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। জানান, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন। তবে এই জিজ্ঞাসাবাদে দুই তরফেরই সময় নষ্ট হয় বলে জানান তিনি। তাঁর অভিযোগ, তাঁর কর্মসূচিকে হেনস্তা করার জন্যই এই ধরনের পদক্ষেপ। তবে এদিন নিজাম প্যালেসে হাজিরার আগেই কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। শীর্ষ আদালতে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করেন তিনি। এই মামলায় সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আরজিও জানিয়েছেন তিনি।
এদিকে অভিষেক সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার পরেই কেন্দ্রকে নিশানা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান করে ২০১১ সালের ২০ মে তৃণমূল সরকার তৈরি হয়েছিল, সে কথা উল্লেখ করে মানুষের সেবা করার শপথ নিয়েছেন নেত্রী। তাঁর দাবি, “কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সিরাজ প্রতিদিন আমাদের কাজ কঠিন করে দিচ্ছে।” এদিকে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ দুর্নীতির কিংপিন প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া- এসবের পরেও কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না সিবিআই, এই মর্মে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
2. ফের নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ইস্যুতে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আরবিআই-এর বিজ্ঞপ্তির পরেই টুইট করে এ বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন তিনি। শনিবার ফের টুইট করে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা। নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্রের খামখেয়ালি ও তুঘলকি সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। আর এতে আমজনতাকে ফের যন্ত্রণায় ফেলা হল বলে মত তাঁর।
২০১৬ সালের ৮ নভেম্বর হঠাৎ করেই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণায় রীতিমতো বিপাকে পড়তে হয়েছিল আমজনতাকে। আর সেই স্মৃতিই ফের উসকে দিয়েছে এবারের নোট বাতিলের সিদ্ধান্ত। কেন্দ্রের সেই সিদ্ধান্তে উপকার কতটা হয়েছে, তা নিয়ে বিতর্কের অবকাশ আছেই। সেই ইস্যু টেনেই কেন্দ্রের নয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।