গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ, কেজরির পাশে মমতা। নির্বাচন কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া জোট। জেলে থাকলেও জারি থাকবে দেশের কাজ, গ্রেপ্তারির পর প্রথম বিবৃতি কেজরির। উত্তাল রাজধানী। আটক দুই আপ মন্ত্রী। নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের মুখ্যসচিবকে নোটিস হাই কোর্টের। ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি। চোখধাঁধানো উদ্বোধনে শুরু চলতি বছরের আইপিএল।
হেডলাইন:
আরও শুনুন: 21 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- ইলেক্টোরাল বন্ডে দাতা-গ্রহীতার সম্পূর্ণ তথ্য প্রকাশ কমিশনের
বিস্তারিত খবর:
1. দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে দীর্ঘ টুইট করে আপ সুপ্রিমোর পাশে দাঁড়ানোর বার্তা নেত্রীর। কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মমতা। তাঁর কথায়, “জনতার ভোটে নির্বাচিত বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। তাঁরা গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু যাদের বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁরা বিজেপিতে গিয়ে দিব্যি নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা গণতন্ত্রের উপর বিরাট আঘাত।”
এদিকে কেজরির গ্রেপ্তারির বিরোধিতা করে একজোটে প্রতিবাদ ইন্ডিয়া জোটের। আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে বিরোধীদের, এই মর্মে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেন বিরোধী নেতৃত্ব। এদিন কমিশনের সঙ্গে বৈঠক সারেন জোট প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূলের দুজন প্রতিনিধি ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক। বৈঠক শেষে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, “স্বাধীন ভারতের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও জনগণ-নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পদে থাকাকালীন গ্রেফতার করা হল। সংসদে সবচেয়ে বড় বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কী ভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে, আমরা তার প্রমাণও দিয়েছি কমিশনকে।’’ ঘটনায় কমিশনের হস্তক্ষেপ চেয়ে সরব ইন্ডিয়া জোট।
2. আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর প্রথমবার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তাঁকে আদালতে তোলার সময় সাংবাদিকদের তিনি বলেন, “আমি নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছি। জেলের মধ্যে থাকলেও দেশসেবার কাজ জারি থাকবে।” এদিন মামলার শুনানিতে কেজরির গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর যুক্তি, আবগারি দুর্নীতি মামলায় যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁদের ৫০ শতাংশ কেজরির নাম নেননি। ৪২ শতাংশ কেজরির সঙ্গে কোনও আর্থিক লেনদেনের কথা স্বীকার করেননি। এভাবে কোনও কারণ ছাড়া গ্রেপ্তার করা যায় না। তবে কেজরিওয়ালের জামিনের দাবিতে সুপ্রিম কোর্টে করা আবেদন প্রত্যাহার করা হয়েছে। নিম্ন আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন কেজরির আইনজীবীরা। শুনানি শেষে দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট।
এদিকে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিতে উত্তাল রাজধানী শহর। গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি আপের। দিল্লির বিজেপি দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান আপ কর্মীরা। সেখান থেকে আটক করা হয় দুই আপ মন্ত্রী অতিশী মারলেনা ও সৌরভ ভরদ্বাজকে। টেনে হিঁচড়ে তাঁদের বাসে তোলে পুলিশ। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।