অনশন জারি রেখেই সোমবার বৈঠকে যোগ। জিবি মিটিংয়ে সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের।ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। আসন্ন উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি এবং তৃণমূল। একাধিক পণ্যে জিএসটির হারে রদবদল। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ৯৯ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. অনশন প্রত্যাহার নয়। তবে নবান্নে বৈঠকে যোগ দিতে যাবেন জুনিয়র ডাক্তাররা। রবিবার জিবি মিটিংয়ের পর নিজেদের সিদ্ধান্ত জানালেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। তিনি বলেন, “অনশনকারীদের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই এখনই অনশন প্রত্যাহার নয়।” যদিও বৈঠকে বসতে চান বলেই জানিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের আশা, সোমবারের বৈঠক সদর্থক হবেই। এদিকে, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ যে সম্ভব নয়, তা শুক্রবারই সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একইসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়, আমরণ অনশন প্রত্যাহার হলে তবেই বৈঠক হবে। তা সত্ত্বেও আন্দোলনকারীদের দাবি,”শিশুসুলভ জেদ থেকে আমরা এসব করছি না। আমরা স্বাস্থ্যসচিবের পদত্যাগ চাইছি। সেটা জেদের জায়গা নয়। আমাদের কাছে তাঁর বিরুদ্ধে প্রমাণ রয়েছে। আমরা সেগুলো জোগাড় করছি। দেব।” এদিন জিবি মিটিংয়ের পর দশ দফা দাবি উল্লেখ করে মুখ্যসচিবকে ফের ই-মেল পাঠান জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে আদৌ হবে বৈঠক, তা নিয়ে উঠছে প্রশ্ন।
2. ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। আগামী বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে এই নতুন ঘূর্ণিঝড়টি তৈরির আশঙ্কা করছে হাওয়া অফিস। মনে করা হচ্ছে, ওড়িশা, অন্ধপ্রদেশ অথবা বাংলাদেশের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ডানা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী মঙ্গলবার থেকে ‘ডানা’র প্রভাব দেখা যাবে বাংলার উপকূলে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। একইসঙ্গে উপকূলে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।