ফের অগ্নিগর্ভ মণিপুর। মহারাষ্ট্রে নির্বাচনী প্রচার বাতিল অমিত শাহের। মুকুন্দপুর ডাকাতি কাণ্ডে নতুন মোড়। শেয়ার বাজারে সর্বস্ব খুইয়ে সোনার দোকান লুঠ দুই নার্সের। বড়দিনের আগেই দামি হচ্ছে কেক-পাউরুটি-বার্গার। ঝাঁসির হাসপাতালে ১০ শিশুমৃত্যুর নেপথ্যে গাফিলতির অভিযোগ। রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের। সপ্তাহভর রাজ্যজুড়েই শীতের আমেজ।
হেডলাইন:
আরও শুনুন: 15 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- রাজনৈতিক ঝঞ্ঝার জের, কলকাতা বইমেলায় অনিশ্চিত বাংলাদেশের অংশগ্রহণ
বিস্তারিত খবর:
1. ফের অশান্ত মণিপুর। হামলা হয়েছে খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে। এহেন পরিস্থিতিতে নিজের সমস্ত নির্বাচনী প্রচার বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, মহারাষ্ট্রে নিজের যাবতীয় প্রচারসভা বাতিল করে দিল্লিতে ফিরে গিয়েছেন তিনি।
জিরিবাম জেলায় ৬ মেতেই নাগরিকের দেহ উদ্ধার ঘিরে নতুন করে অগ্নিগর্ভ মণিপুর। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে প্রায় গোটা রাজ্য চলছে বিক্ষোভ। যা মারাত্মক আকার ধারণ করে শনিবার। এদিন মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। দরজা ভেঙে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই সেনা, অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের নিরাপত্তারক্ষীরা কার্যত গোটা ইম্ফল শহর ঘিরে ফেলেছেন। কিন্তু তারপরও থামছে না বিক্ষোভ। তবে এই অশান্তির এই আবহে, খানিক চমকপ্রদভাবে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ প্রত্যাহারের দাবি করল মণিপুরের বিজেপি সরকার। মণিপুর সরকারের স্বরাষ্ট্র দফতরের এক ডেপুটি সেক্রেটারি দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছেন।
2. মুকুন্দপুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞল্যকর মোড়। জানা গিয়েছে, শেয়ার বাজারে প্রচুর টাকা খুইয়ে ডাকাতির ছক কষেছিল দুই অভিযুক্ত। বারাকপুর, পুরুলিয়া, রানাঘাটের কায়দায় রবিবার কলকাতার সোনার দোকানে দুষ্কৃতীরা হানা দেয়। ক্রেতা সেজে দোকান লুটের চেষ্টা চালায় ২ জন। দোকানের মালিক বাধা দিলে তাঁর গলায় কোপ মারা হয়। মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এদিকে মালিকের চিৎকার শুনে স্থানীয়রা দুষ্কৃতীদের ধরে ফেলে। তাদের আটক করে পুলিশ। জেরায় ধৃতরা জানিয়েছে, তারা এন টেগোর বেসরকারি হাসপাতালের নার্স। শেয়ার বাজারে তাদের বিপুল ক্ষতি হয়েছিল, সেই টাকা তুলতেই সোনার দোকানে ডাকাতির ভাবনা। ঘটনার তদন্ত চলছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।