কলকাতা বইমেলায় কি এবার থাকছে বাংলাদেশ প্যাভিলিয়ন? ধোঁয়াশা পড়শি দেশের অংশগ্রহণ নিয়েই। ট্যাব ‘কেলেঙ্কারি’ নিয়ে ভিনরাজ্যের হ্যাকারদের নিশানা মুখ্যমন্ত্রীর। দুর্নীতির জাল ছড়িয়ে মহারাষ্ট্র-রাজস্থানেও। ডায়মন্ড হারবারে ‘ডক্টরস সামিট ২০২৪’। প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদির সভায় গরহাজির অজিত পওয়ার-সহ এনসিপির শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট অব্যাহত।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. শেখ হাসিনার পতনের পর থেকেই অশান্ত বাংলাদেশ। আর সীমান্তের ওপারের সেই রাজনৈতিক ঝঞ্ঝার প্রভাব এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও। আগামী বইমেলায় আদৌ বাংলাদেশের প্যাভিলিয়ন থাকবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।
বইমেলার আয়োজন নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। ৪৮ বছরের মেলার ইতিহাসে প্রথমবার। প্রতিবছরের মতো অংশগ্রহণ করছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। কিন্তু এই তালিকায় নাম নেই বাংলাদেশের। একদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ, অন্যদিকে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে সুর চড়াচ্ছে জামাত-বিএনপি। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রকাশকেরা এ দেশের বইমেলায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন কি না তা স্পষ্ট নয়। আবার আবেদন করে থাকলে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে কি না, তা নিয়েও ধোঁয়াশা জারি রয়েছে। শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয়, তার উপরেই বিষয়টি নির্ভরশীল বলে জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড গিল্ড।
2. ট্যাব ‘কেলেঙ্কারি’ নিয়ে এবার ভিনরাজ্যের হ্যাকারদের দিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দার্জিলিং থেকে ফেরার পথে পড়ুয়াদের ট্যাবের টাকা ‘চুরি’ নিয়ে মুখ খোলেন তিনি। তদন্তে প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ্যের প্রায় হাজার পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়েছে। তাদের চিন্তা দূর করে এদিন মুখ্যমন্ত্রীর আরও আশ্বাস, “যারা ট্যাবের টাকা পায়নি, তাদের ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে।”
এদিকে এদিনই এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, এই জালিয়াতি চক্র শুধুমাত্র বাংলাতেই নয়, এর জাল ছড়িয়ে রয়েছে মহারাষ্ট্র, রাজস্থানে। আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনাও প্রবল। এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ১১ জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।