প্রসূতি মৃত্যুর জের। মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার-সহ ১২ ডাক্তার সাসপেন্ড। বাড়ি ঢুকে ছুরিকাঘাত অভিনেতা সইফ আলি খানকে। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ, ঘটনায় আটক ৩। বাঘাযতীনে ফ্ল্যাট ভাঙার ঘটনায় গ্রেপ্তার প্রোমোটার। প্রায় ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি। শান্তিচুক্তির কৃতিত্ব দাবি ডোনাল্ড ট্রাম্পের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু কাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের। হাসপাতালের সুপার-সহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে মোট ১২ চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্যদপ্তর ও সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে তাঁদের গাফিলতি প্রমাণিত হয়েছে। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে। একইসঙ্গে রাজ্যের সমস্ত হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা পর্যন্ত সিসিটিভি লাগানোর নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আরও নির্দেশ, রোগী দেখতে যখন কোনও ট্রেনিং চিকিৎসক যাবেন, তখন যেন সিনিয়র চিকিৎসক তাঁদের সঙ্গে থাকেন। পাশাপাশি, মেদিনীপুর মেডিক্যালে মৃত প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। এদিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর কর্ণাটকের পর এবার ত্রিপুরাতেও নিষিদ্ধ হল পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন রিঙ্গার ল্যাকটেট।
2. দুষ্কৃতী হামলায় গুরুতর জখম অভিনেতা সইফ আলি খান। নিজের বাড়িতেই দুষ্কৃতীর ছুরিতে মারাত্মক জখম হন তিনি। তাঁকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ হয়েছেন তিনি। ঘটনার তদন্তে নেমে, খতিয়ে দেখা হয় অভিনেতার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ। বাড়ির নিরাপত্তারক্ষী এবং পরিচারকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই প্রাথমিক ভাবে ৩ জনকে আটক করা হয়। এই সিসিটিভি ফুটেজ সূত্রেই শনাক্ত করা গিয়েছে অভিযুক্তকে। আক্রমণকারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ। অভিযুক্তর ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদিকে অভিনেতার উপর দুষ্কৃতী হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউড সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি এই কঠিন সময়ে তাঁর মা শর্মিলা ঠাকুরের জন্য চিন্তিত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে সইফের উপর হামলার ঘটনায় মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে তাঁর অভিযোগ উড়িয়ে মহারাষ্ট্র নিরাপদ নয় মানতে নারাজ বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। ঘটনার জেরে বাড়ানো হয়েছে অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুরের নিরাপত্তা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।