CBI হেফাজতে সন্দীপ-অভিজিৎ। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ আদালতের। আন্দোলন নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যেই মতভেদের ইঙ্গিত। অডিও প্রকাশ্যে এনে স্পষ্ট করলেন কুণাল। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের আপত্তি। মস্কোয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে পারছেন না ফিরহাদ হাকিম। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল। ডায়মন্ড লিগে মাত্র ১ সেমির জন্য শীর্ষস্থান হাতছাড়া নীরজের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। CBI হেফাজতে সন্দীপ-অভিজিৎ। দুজনেরই তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। তদন্তকারীদের আশঙ্কা, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ওসি অভিজিৎ মণ্ডলের আঁতাঁত রয়েছে। একইসঙ্গে তাঁরা মনে করছেন, তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রও থাকতে পারে। এই যুক্তিতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানায় সিবিআই। আপত্তি জানিয়ে ওসির আইনজীবী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। পালটা সিবিআইয়ের যুক্তি, ঘটনার পর থেকে দফায় দফায় টালা থানার ওসি এবং আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের ফোনে কথা হয়েছে। সম্ভবত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছেন দুজনেই। সে কারণে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। দুপক্ষের সওয়াল জবাব শেষে দুই অভিযুক্তকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
২। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনা ভেস্তে যাওয়ার ঘটনায় এবার মিলল মতভেদের ইঙ্গিত। প্রমাণসহ তা প্রকাশ্যে আনলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার আগে চিকিৎসকদের ধরনা মঞ্চের কথোপকথন সামনে এসেছে। যেখানে জনৈক আন্দোলনকারীকে বলতে শোনা যায়, “কিছু হলে সব দায়িত্ব তোকে নিতে হবে।” রবিবার এক্স হ্যান্ডেলে সেই অডিও পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, “CM-র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।” কুণাল আরও লেখেন, ‘এই অডিও কারুর টেলিফোন কথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।’ কয়েকজনের কারণেই যে আলোচনা ভেস্তে গিয়েছে, এমন ইঙ্গিতই মিলছে এই অডিওতে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।