‘চোটি কটবা’ ঘটনার স্মৃতি এখনও অনেকের কাছেই টাটকা। ২০১৭ সালে রীতিমতো ত্রাস ছড়িয়েছিল সেই ঘটনা। উত্তর ভারত জুড়ে বিশেষত হরিয়ানা, দিল্লি, রাজস্থানের মহিলারা সে সময় বাইরে বেরোনোর সময় মাথায় চাপা দিয়েই বেরোতেন। সেই আতঙ্ক কি ফিরল মুম্বইয়ে?
সাতসকালের ঘটনা। ঘড়ির কাঁটায় তখন সাড়ে নটা। জনৈক কলেজ ছাত্রী দাদার স্টেশনের বুকিং কাউন্টারের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাবেন ফুটব্রিজের দিকে। হঠাৎ কী যেন একটা ঘটল! পিছনে আচমকা টান অনুভব করলেন। চমকে পিছু ফিরে তাকালেন তিনি। দেখলেন এক রহস্যময় লোক তাঁর পাশ থেকে দ্রুত সরে যাচ্ছে। আর তখনই দেখলেন মাটিতে পড়ে আছে একগোছা চুল! তাঁর নিজেরই কি? খেয়াল করে দেখলেন, হ্যাঁ তাঁরই। কে যেন তাঁর চুলের গোছা কেটে দিয়ে চলে গিয়েছে। ঘটনায় হতভম্ভ, স্তম্ভিত তিনি। স্তম্ভিত রেলপুলিশও।
‘চোটি কটবা’ ঘটনার স্মৃতি এখনও অনেকের কাছেই টাটকা। ২০১৭ সালে রীতিমতো ত্রাস ছড়িয়েছিল সেই ঘটনা। উত্তর ভারত জুড়ে বিশেষত হরিয়ানা, দিল্লি, রাজস্থানের মহিলারা সে সময় বাইরে বেরোনোর সময় মাথায় চাপা দিয়েই বেরোতেন। যাতে তাঁদের উপর আক্রমণ না হয়। যদিও সে ঘটনা রহস্যাবৃত হয়েই থেকে গিয়েছে। এবার নতুন রহস্য দাদার স্টেশনে। প্রথমে হকচকিয়ে গেলেও ওই ছাত্রী তৎক্ষণাৎ রেলপুলিশের কাছে ঘটনার বিস্তারিত জানান। তাঁর বয়ান পেয়ে খতিয়ে দেখা হয় স্টেশনের সিসিটিভি ফুটেজ। এবং বোঝা যায় সত্যিই জনৈক দুষ্কৃতী ছাত্রীটির চুল কেটে পালিয়েছে। পুলিশের পরামর্শেই তিনি তখন অভিযোগ দায়ের করেছেন, এবং সেই মতো শুরু হয়েছে তদন্ত।
ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে সাম্প্রতিক হরর কমেডি ‘স্ত্রী’ ছবির কথা। রহসয়ময়ী স্ত্রী-র শক্তি কমিয়ে দিতে বিনুনি কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সেই কাটা-বিনুনি পালটা হাতিয়ার হয়ে ওঠে স্ত্রী-র কাছে। অর্থাৎ বিনুনির সঙ্গে মহিলার স্বক্ষমতার যে একটা যোগ আছে, তা স্পষ্ট। ভয় ধরানো ‘চোটি কটবা’ ঘটনার মূলসূত্রও যেন সেখানেই লুকিয়ে ছিল। সেই আতঙ্ক কি এবার ভোল বদল করে মুম্বইতে ফিরে এল? আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিছক ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে, নাকি ধারাবাহিক দুষ্কর্মের এটাই সূত্রপাত। সাত সকালে দাদারের মতো স্টেশনে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই উঠছে নানা প্রশ্ন।
তদন্তে নেমে ইতিমধ্যে এক সন্দেভাজনকে আটক করেছে পুলিশ। সেই ব্যক্তিই দুষ্কৃতী কি-না তা বোঝার চেষ্টা চলছে। স্টেশনের মতো জনপরিসরে একজন মহিলার উপর আক্রমণ শহরের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করেছে। মায়ানগরীতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে নতুন বোম্বাইয়ের বম্বেটে। তাকে কবজা করতেই এখন কোমর বেঁধে নেমেছে পুলিশ।