রিলিজের পর কেটেছে মাত্র ৪ দিন। এর মধ্যেই ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখের ‘জওয়ান’। ফ্যানমহলের দাবি ‘ইয়ে তো ব্যাস শুরুয়াত হ্যায়’। সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিও অবশ্য একইকথা বলছে। কী এমন রয়েছে সেই ছবিতে? আসুন শুনে নিই।
২০২৩ শাহরুখময়। প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’। বক্স অফিসে ঝড় যেন থামতেই দিচ্ছেন না কিং খান। ‘বাজিগর’এর কামব্যাকে ফ্যান মহলও উত্তেজনায় ফুটছে। সেই ছবিই ধরা পড়েছে চারিদিকে। সম্প্রতি এক ভাইরাল ছবি ঘিরেও সরগরম নেটদুনিয়ায়।
আরও শুনুন: কে আছ Jawan, হও আগুয়ান! শাহরুখ দেখালেন যোদ্ধা দেশের নারীরাই
ছবিটি কোনও এক সিনেমাহলের। চারিদিক অন্ধকার। আলো জ্বলছে স্রেফ দু জায়গায়। এক তো সামনের বিশাল স্ক্রিনে। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই পর্দায় ঝড় তুলতে হাজির হবেন ‘বিক্রম রাঠোর’। আরেকটা আলো জ্বলছে দর্শক আসনে। তাও কারও ফোন বা টর্চের নয়, ল্যাপটপের। ভাবছেন তো, দর্শকাসনে ল্যাপটপ কীভাবে এল? ভাইরাল ছবিটি দেখে নেটিজেনরাও প্রথমে সেই প্রশ্নই তুলেছিলেন। সাধারণত সিনেমা হলে এই ধরনের জিনিস নিয়ে ঢোকা একেবারেই নিষিদ্ধ। অনেক জায়গায় জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয় না। সিনেমা দেখতে ঢোকার আগেই ভালভাবে পরীক্ষা করে নেয় হল কর্তৃপক্ষ। কিন্তু এক্ষেত্রে কীভাবে সেই নজরদারি এড়িয়ে কেউ ল্যাপটপ নিয়ে হলে ঢুকল, তা কিছুতেই খুঁজে পাচ্ছেন না কেউ। কিছুক্ষণের মধ্যে ছবিটি নিয়ে শোরগোল পড়ে যায়।
আরও শুনুন: পর্দায় একইসঙ্গে জোয়ান ও বৃদ্ধ শাহরুখ! শুটিং-এর চ্যালেঞ্জ ফাঁস করলেন অন্য SRK
তাহলে, কী সিনেমা পাইরেসির উদ্দেশ্য নিয়ে কেউ হলে ঢুকেছিল? এমন দাবি ওঠার পরই সামনে আসে আসল সত্যি। কোনওরকম অসৎ উদ্দেশ্য নয়। স্রেফ শাহরুখের প্রতি অন্ধ ভালবাসা থেকেই এমনটা করেছেন এক ভক্ত। জানা গিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর। সেখানকার এক হলেই ‘জওয়ান’ দেখতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছিলেন ল্যাপটপ। তাছাড়া আর উপায় কোথায়। সিনেমা দেখার জন্য তো আর অফিস ছুটি থেক না! এদিকে শাহরুখের সিনেমা প্রথমদিন না দেখলেই নয়। দুদিক বজায় রাখতেই ওই ব্যক্তি ঠিক করেন হলে বসেই কাজ সারবেন। তাই এমন ব্যবস্থা। একদিকে পর্দায় ঝড় তুলছেন শাহরুখ। অন্যদিকে ল্যাপটপে কাজ সারছেন এই ব্যক্তি। এমনই এক মুহূর্তে ওই ছবিটি তোলা। প্রথমে ছবিটি দেখে বিস্তর আপত্তি জানালেও, আসল সত্যি জানার পর মুগ্ধ শাহরুখ ফ্যান মহল। সকলেই একযোগে প্রশংসা করেছেন ওই ব্যক্তির। কিং খানের প্রতি তাঁর এই উন্মাদনা যে বিরল, সে কথা বলাই বাহুল্য।