প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গরু পাচার তদন্তে দেবকে ৫ ঘণ্টা ধরে জেরা সিবিআই-এর। ১৮ ফেব্রুয়ারি জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক। অন্যান্য পদাধিকারীর নাম জানাতে পারেন মমতা। SSC-এর গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় নয় সিবিআই তদন্ত। অন্তবর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে। রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ। চিন্তা বাড়াচ্ছে কলকাতা।
হেডলাইন:
আরও শুনুন: 14 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ৪ পুরনিগমের ভোটে জয়ী তৃণমূল, মানুষকে ধন্যবাদ মমতার
বিস্তারিত খবর:
1. বাংলার সংগীত জগতের এক স্বর্ণযুগের অবসান। প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধেবেলা কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছরের কিংবদন্তি গায়িকা।
নিজের কণ্ঠের জাদুতে কয়েক দশক ধরে সংগীত জগৎকে মাতিয়ে রেখেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রায় ১৭টি হিন্দি ছবির জন্য গান গাওয়ার পর ব্যক্তিগত কারণে কলকাতায় চলে আসেন তিনি। সেই থেকে শুরু বাংলার সুরেলা জগতের এক নতুন অধ্যায়। জাতীয় পুরস্কার পেয়েছেন ‘জয় জয়ন্তী’, ‘নিশিপদ্ম’ সিনেমায় গান গেয়ে। পেয়েছেন বঙ্গ বিভূষণ। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই তাঁকে পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়েছিল কেন্দ্র সরকার। অভিমানে তা প্রত্যাখ্যান করেন শিল্পী। এর পরপরই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। গত ২৭ জানুয়ারি থেকে হাসপাতালেই ভরতি ছিলেন প্রবীণ সংগীতশিল্পী। মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। অবশেষে না ফেরার দেশেই পাড়ি দিলেন তিনি। শিল্পীর প্রয়াণে শোকাহত অনুরাগীরা। শোক প্রকাশ করেছেন বিনোদন ও সংস্কৃতি জগতের বিশিষ্টরা।
2. গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার এগারোটা নাগাদ নিজাম প্যালেসে হাজির হন অভিনেতা-সাংসদ দেব। সকাল এগারোটা থেকে বিকেল চারটে, টানা পাঁচ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। এর পর নিজাম প্যালেস থেকে হাসিমুখেই বের হতে দেখা যায় তারকা সাংসদকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এনামুল হক বলে কাউকে চেনেন না বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান দেব। এদিন কোনও আর্থিক লেনদেনের বিষয়ও অস্বীকার করেন তারকা সাংসদ। “আর হয়তো ডাকবে না”, বলেন তিনি।
শোনা যায়, গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তাঁর নাম বলেছেন বলে সিবিআই সূত্রে খবর। সেসব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বুধবার নোটিস পান দেব। মঙ্গলবার সময় মতোই পৌঁছান সিবিআই দপ্তরে। তদন্তে সবরকম সহায়তা করবেন বলেই জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।